পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর
21 শে জুলাই শহীদ মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছিলেন ব্ল্যাকমানি ফেরানোর দাবিতে জেলায় জেলায় ব্লকে ব্লকে আন্দোলন গড়ে তুলতে। সেইমতো শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুরে ব্ল্যাক মানি ফেরতের দাবি তুলে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মিছিল করল মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেস। শহরের রিং রোড ধরে হয় এই মিছিল। যেখানে পা মেলান মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পান্ডব, জেলা যুব তৃণমূল কংগ্রেস এর সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, শহর মহিলা তৃনমূলের সভাপতি মৌ রায়, জেলা পরিষদ এর কৃষি কর্মাধ্যক্ষ রমা প্রসাদ গিরী, জেলা নেতা গোপাল সাহা, সুজয় হাজরা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পাশাপাশি মিছিল শেষে শহরের গান্ধী মূর্তী র পাদদেশ মোমবাতি জ্বালিয়ে নানুর দিবস পালিত হয়। অন্যদিকে ডেবরা ব্লকে অলোক আচার্য্য, বিবেক মুখার্জি, সীতেশ ধাড়া র নেতৃত্বে একটি মিছিল বের হয়।
দাঁতনের তররুই ২ নং গ্রাম পঞ্চায়েতে প্রতিবাদ সভা ও ব্ল্যাকমানি ফেরতের বিরুদ্ধে মিছিল।উপস্থিত দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান,সহ সভাপতি প্রতুল দাস সহ অন্যান্য নেতৃত্ব।