ছাত্রনেতা আনিস খুনের প্রতিবাদ করা SFI-র উপর হামলা TMCP-র, ধুন্ধুমার যাদবপুর

বাংলাহান্ট ডেস্ক : বাম ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে তোলপাড় গোটা রাজ্য। নড়েচড়ে বসেছে সবকটি রাজনৈতিক দলই। ‘আনিস কার’ তাই নিয়েই এখন ঘোর দড়ি টানাটানি দলগুলিত মধ্যে। যদিও ছাত্রনেতা ‘খুনের’ বিরুদ্ধে সর্বাধিক সরব হয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই। আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন এসএফআই এর সক্রিয় সদস্য ছিলেন আনিস। এদিন আনিস খানের মৃত্যুর প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট এবং বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এসএফআই। আর তাকে কেন্দ্র করেই রণক্ষেত্র হয়ে উঠল বিশ্ববিদ্যালয় চত্ত্বর। অভিযোগ বামেদের উপর হামলা চালিয়েছে তৃণমূল।

এদিন সকাল থেকেই এসএফআইয়ের তরফে ধর্মঘট এবং বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে ক্যাম্পাসে। পুলিশের বিরুদ্ধে তোলা স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। কিন্তু ঘটনার সূত্রপাত দুপুর নাগাদ। অভিযোগ তৃণমূল নেতার নেতৃত্বে বহিরাগতরা ঢুকে আক্রমন করে বাম ছাত্র নেতাদের। ঘটনায় আহত হয়েছেন কৌশিকী ভট্টাচার্য এবং তীর্ণা ভট্টাচার্য নামের দুই এসএফআই কর্মী। কেপিসি হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।

এসএফআই এর সম্পাদক শুভদীপ ভট্টাচার্য জানিয়েছেন, ‘তৃণমূলের শিক্ষাকর্মী ইউনিয়নের নেতা বিনয় সিংয়ের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। ওদের সঙ্গে আরও ৩০-৪০ জন বাইরের অপরিচিত লোকও ছিল।’

শেষ পাওয়া খবর অনুযায়ী এই আক্রমনের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে জমায়েত করছেন বাম ছাত্র ছাত্রীরা। ধীরে ধীরে বাড়ছে বিক্ষোভের আঁচ। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ক্যাম্পাসে। বিনয় সিং সহ অভিযুক্ত সকলকে গ্রেপ্তারের দাবিতেই নতুন করে এই বিক্ষোভ। এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযুক্ত বিনয় সিং এর তরফে।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর