আমায় চোর বলা! ‘জিভ টেনে নিতে পারতাম! করিনি, কারণ…, এবার আসল ঘটনা ফাঁস করলেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ মাঝে আর মাত্র দু’টো দিন। বুধ-বৃহস্পতি পেরিয়ে আগামী শুক্রবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে মঙ্গলবার উত্তরবঙ্গে জোড়া সভা (North Bengal Rally) রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ ময়নাগুড়িতে সভার পর শিলিগুড়ি যাবেন তৃণমূল সুপ্রিমো।

এদিন ময়নাগুড়ির সভা (Maynaguri Rally) থেকে বিজেপিকে (BJP) ঝাঁঝালো আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। ‘বিজেপি পকেটমারের দল’, ‘সবচেয়ে বড় চোর’ বলে মন্তব্য করেন তিনি। মমতা বলেন, বিজেপি সিবিআই, ইডি, এনআইএ-র ভয় দেখাচ্ছে, আর সবাই ওই দলে চলে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় চোর তো ওরাই। গরিব মানুষের টাকা আটকে রেখে, ১০০ দিনের টাকা লুট করে, পিএম কেয়ার ফান্ডের নামে টাকা নিয়েছে বিজেপি, দাবি করেন তিনি।

আজকের সভামঞ্চে দাঁড়িয়ে তৃণমূল (TMC) নেত্রী বলেন, বিজেপি এই দেশটাকে বেচে দিচ্ছে। যুব সম্প্রদায়ের কাছে দেশ বাঁচানোর আর্জি জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই বলেন, এবার বাংলায় একটা আসনেও জিততে পারবে না গেরুয়া শিবির। বিজেপির হালখাতা শূন্য হয়ে যাবে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ ‘বিরোধী দল ডাকলে…’, ভোটে হেরে গেলে কী প্ল্যান দিদি নাম্বার ওয়ান রচনার?

মমতার কথায়, ‘এরা বুঝতে পারছে যে জিততে পারবে না। সেই কারণে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এত অত্যাচার, শাসানি, অপপ্রচার চলছে। ৪০০ তো দূর, ২০০-ও পার করতে পারবে না। এবার ওদের হালখাতা শূন্য হয়ে যাবে। উত্তরপ্রদেশে অখিলেশের দল, তামিলনাড়ুতে স্ট্যালিনরা জিতবে। পাঞ্জাবে অরবিন্দেরা জিতবে, আর এখানে আমরা লড়াই করে জয়ী হব। বিজেপি শূন্য পাবে’।

ময়নাগুড়িতে দাঁড়িয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, কোটি কোটি টাকা খরচ করে বিজেপি ভিডিও বানাচ্ছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। সেগুলিকে বিশ্বাস না করার আর্জি জানান মমতা। এদিন আবার বিজেপিতে ঝাঁঝালো আক্রমণ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানা করেন তৃণমূল সুপ্রিমো।

tmc supremo mamata banerjee rally

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার গাড়ি দেখে ‘চোর’ বলছে ওঁরা। কারোর পিতৃদেবের টাকায় আমি এক কাপ চা-ও খাইনি। আমি যদি চাইতাম তাহলে লাখ লাখ টাকা মাইনে, পেনশন নিতে পারতাম। কিন্তু আমি সেটা নিই না। কারণ আমার ওগুলো দরকার নেই। আমার মানুষ দরকার। আমার কাছে মানুষই সব। আর ওঁদের কী সাহস! আমায় চোর বলছে। আমি চাইলে ওঁদের জিভ টেনে নিতে পারতাম। কিন্তু ভোট বলে আমি কিছু বলিনি। আর তাছাড়া আমি নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ নই। ওনারা বলেন, ‘বেছে বেছে জেলে ভরবো। উল্টো ঝুলিয়ে সোজা করে দেব। আমি ওসব বলব না। জিভ টেনে নিতে পারলেও আমি সেটা করব না’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর