ভেড়া চুরির তদন্তে গিয়ে হামলার শিকার তৃণমূলের উপপ্রধান, নিয়ে যাওয়া হল হাসপাতালে

বাংলাহান্ট ডেস্ক : কোচবিহারে ভেড়া চুরির অভিযোগ খতিয়ে দেখতে যাওয়াই হল কাল। ফেরার পথে দুষ্কৃতী হামলার শিকার হলেন তৃণমূল উপ গ্রাম পঞ্চায়েত প্রধান। জানা গেছে হামলার শিকার হওয়া উপপ্রধানের নাম হাসিম আলি ওরফে মিঠু। জানা যাচ্ছে দুষ্কৃতীরা তার ওপর চড়াও হয়ে ব্যাপক হামলা চালায়। অভিযোগ হামলা চালানোর পাশাপাশি গলায় ধারালো অস্ত্রের আঘাতও করা হয়। ঘটনার ফলে বেশ গুরুতরভাবে জখম হন তিনি। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তপ্ত চেহারা নেয় কোচবিহারের মাথাভাঙ্গা এলাকা।

স্থানীয় সূত্রের খবর, কোচবিহারের মাথাভাঙ্গার নির্দিষ্ট একটি এলাকা থেকে বিভিন্ন জনের গরু, ভেড়া বা ছাগল চুরি যাওয়ার অভিযোগ আসছিল। তিন দিন আগেও এক স্থানীয় বাসিন্দার চুরি যায় তিনটি ভেড়া। সূত্রের খবর ভেড়াগুলির মালিক তার চুরি যাওয়া ভেড়াগুলি দেখতে পান শীতলকুচির গোঁসাইরহাটের একজনের বাড়িতে। সেই ভেড়াগুলি সরজমিনের দেখে আসার পরই হামলার শিকার হন তৃণমূলের উপর গ্রাম পঞ্চায়েত প্রধান।

এলাকা থেকে একের পর এক বাড়ির গরু, ছাগল ,ভেড়া চুরি হওয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে স্থানীয় প্রশাসন। সেই ঘটনা নিয়ে রীতিমতো চিন্তিত হয়ে পড়েনহাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসিম আলি ওরফে মিঠু। এই তৃণমূল উপ পঞ্চায়েত প্রধান একটি বাড়িতে চুরি যাওয়া ভেড়ার সন্ধান করতে গেলে সেখান থেকে ফিরে আসার পর একটি দোকানে বসে স্থানীয় লোকের সাথে কথা বলতে থাকেন।

অভিযোগ সেই দোকানে এসেই দুষ্কৃতীরা তার ওপর হামলা চালায়। শনিবার রাতে এই ঘটনা জেরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় মাথাভাঙ্গা এলাকার ঘোষের মোড়ে। অনুমান করা হচ্ছে দুষ্কৃতিকারীদের নাম যাতে তৃণমূল উপ পঞ্চায়েত প্রধান অন্য কাউকে প্রকাশ করতে না পারেন সেই উদ্দেশ্য নেই তার উপর হামলা করেছে দুষ্কৃতীরা।বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তৃণমূল উপপ্রধান।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর