বাংলাহান্ট ডেস্কঃ রবিবার ব্রিগেডে ছিল বাম- কংগ্রেস- আব্বাস সিদ্দিকীর (Abbas Siddiqui) জোটের মহা সমাবেশ। সমাবেশ নিয়ে কোন গোল না বাঁধলেও, সমাবেশে যাওয়ার পথে তৃণমূল (tmc) কর্মীদের মারধরের অভিযোগ উঠল ISF সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়াতেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
শুধু মারধর নয়, মেরে মাথা ফাটিয়ে দেওয়ারও ইভিযোগ উঠেছে আব্বাস সিদ্দিকীর সমর্থকদের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় ৬ জনকে এবং মাথায় জখম অবস্থায় ৪ জনকে স্থানীয় হাসপাতালেও ভর্তি করা হয়। প্রথমে নলমুড়ি হাসপাতালে ভর্তি করা হলে, পরবর্তীতে ৩ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয়।
ঘটানটি এড়েন্ডা রাস্তার মোড়ে ঘটেছে বলে জানা গিয়েছে। আহত এক তৃণমূল নেতা জানিয়েছেন, আব্বাস সিদ্দিকীর অনুগামীরা ব্রিগেড যাওয়ার পথে আচমকাই তৃণমূলের কর্মী সমর্থকদের উপর চড়াও হয়। তাদের বেধড়ক মারধর করতে থাকে। ৬ জন গুরুতরভাবে জখম হন, এমনকি ৪ জনের মাথাও ফেটে যায়। তাদের পঞ্চায়েত অফিসেও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা