চলছে শ্রাবণ মাস। এই মাসকে বলা হয় মহাদেবের মাস। অনেক শিবভক্তরা গোটা শ্রাবণ মাস ধরেই মহাদেবের পুজো করেন এবং নিরামিষ আহার গ্রহণ করে থাকেন। আবার অনেকে শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস রেখে মহাদেবের মাথায় জল ঢালেন।
এইসময়ে জেনে নিন এমন পাঁচ রাশির (Rashifal) জাতক জাতিকাদের বিষয়ে, যাদের উপর সর্বদা বিরাজ করে বাবা মহাদেবের আশির্বাদী হাত। জীবনে থাকবে না কোন বাঁধা বিপত্তি।
তুলা- এই মাসে এই রাশির জাতক জাতিকারা প্রেমের প্রস্তাব পেতে পারেন। তবে একদমই তাড়াহুড়ো করবেন না। যা সিদ্ধান্ত নেওয়ার ধীরে সুস্থে নেবেন। নাহলে পরবর্তীতে আপনারই ক্ষতি হবে। তবে এই রাশির পুরুষ জাতকরা তাঁদের স্ত্রীয়ের অবস্থা বুঝে দাম্পত্য জীবনে অতিরিক্ত উদ্দীপনা ও অতিরিক্ত আবেগপ্রবণতা এড়িয়ে চলুন।
মেষ- এই রাশির জাতক জাতিকারা তাঁদের সন্তানদের দিক থেকে ভালো খবর পাবেন। আবার পরিবারের একজন সিনিয়র সদস্যের কাছ থেকে সমর্থন এবং সাহচর্য পাওয়ার পর সব কাজ অনায়াসেই হয়ে যাবে।
কর্কট- এই শ্রাবণ মাসে কর্কট রাশির ব্যক্তিদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। এই মাস জুড়ে শিবলিঙ্গকে দুধ দিয়ে অভিষেক করলে, ভোলানাথের আশির্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা বিপত্তি দূর হয়ে যাবে।
কুম্ভ- জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই রাশির ব্যক্তিদের অধিপতি শনিদেব হওয়ায় তাঁদের উপর বিশেষ আশির্বাদ থাকে সবসময়। এই সময় যদি আপনি আবার মহাদেবের পুজো করেন, মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালেন, তাহলে আপনার মনস্কামনা শীঘ্রই পূর্ণ হবে।
মকর- এই সময়টায় এই রাশির (Rashifal) জাতক জাতিকারা পুরনো কোন সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ব্যবসা থেকে নতুন আয়ের পথও পাবেন। আবার এই সময়টাই মহাদেবের আশির্বাদে চাকরীতে পদোন্নতি হবে এবং আর্থিক দিকও শক্তিশালী হবে।