কেকেআরের বিরুদ্ধে আজ বিরাটের বাজি বাংলার শাহবাজ, দেখুন আরসিবির সম্ভাব্য একাদশ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্স। এবার আইপিএলে পরপর দুটি ম্যাচ জিতে দুরন্ত ফর্মে বিরাট কোহলি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দুরন্ত ফর্ম নিয়েই আজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামতে চলেছে ব্যাঙ্গালোর।

এবার আইপিএলের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছে বিরাট কোহলির দল। আরসিবির তিন বিদেশি ক্রিকেটারও দুরন্ত ফর্মে রয়েছে। একদিকে যেমন প্রত্যেকটা ইনিংসে ব্যাট হাতে ইনিংস তৈরি করছেন ডিভিলিয়ার্স অপরদিকে রানের গতি বাড়িয়ে দিচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। বল হাতে প্রত্যেক ম্যাচে সফল হচ্ছেন কাইল জেমিসন। আজকের ম্যাচে কেকেআরের বিরুদ্ধে আরসিবির বড় বাজি হতে চলেছে বাংলারই খেলোয়ার শাহবাজ আহমেদ। গত ম্যাচের শেষ ওভারে তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচের রং বদলে দিয়েছিলেন তিনি। তাই এই ম্যাচে তার ওপরই ভরসা রাখতে চাইছে অধিনায়ক বিরাট।

এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সম্ভাব্য প্রথম একাদশ:-
দেবদত্ত পাডিক্কল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, হর্ষল প্যাটেল ও কাইল জেমিসন।

সম্পর্কিত খবর

X