আগামী ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, এই ৫ টি জেলায় হলুদ সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ টানা বৃষ্টির পর এবার তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণে তাপমাত্রা বৃদ্ধি পেলেও, উত্তরের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণবঙ্গে এখন গরমের জেরে আবারও হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তা খুবই সামান্য এবং বিক্ষিপ্তভাবে হতে পারে। কিন্তু উত্তরের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি এবং ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

todays Weather report 21 st july of west Bengal

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা34° C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা89%
বাতাস14 km/h
মেঘে ঢাকা91%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

todays Weather report 1 st july of west Bengal

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

বুধবার সকাল থেকেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দক্ষিণের বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার পারদ বৃদ্ধি ব্যাহত হবে না। ১৫ ই আগস্টের মধ্যে এবং ওই দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলোতে, রয়েছে ধস নামার সম্ভাবনাও।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় কয়েকবার বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর