বাংলায় জারি অতি ভারী বৃষ্টি, কতদিন চলবে এই দুর্যোগ জানাল আবহাওয়া দফতর

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ নিম্নচাপের মেঘ এখনও সরেনি বাংলার উপর থেকে। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, সোমবার ভোররাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে প্রায় গোটা বাংলা জুড়েই, তা এখনও অবধি থামার নাম নিচ্ছে না। লক্ষ্মী পুজো অর্থাৎ বুধবার অবধি এমনই চলতে থাকবে বলেও জানা গিয়েছে।

শক্তিশালী দক্ষিণ-পূর্ব হাওয়ার দাপটের জেরে দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত রয়েছে ভারী বৃষ্টি এবং সেইসঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। অন্যদিকে বুধবার অবধি উত্তরের জেলাগুলোতে বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা 28° C
সর্বনিম্ন তাপমাত্রা 26° C
আদ্রতা 92%
বাতাস 10 km/h
মেঘে ঢাকা 94%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মাঝেমধ্যে বৃষ্টি ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার দক্ষিণের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, কলকাতা, হুগলি এবং উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।

আবার বুধবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

X