কিছুটা বিরতি নিয়ে আবারও সেকেন্ড ইনিংস শুরু করছে বর্ষা, চলবে বৃহস্পতিবার অবধি: আবহাওয়ার খবর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ রবিবার সকালে বৃষ্টিটা একটু ধরলেও, এখনই থামছে না এই বৃষ্টি। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, রবিবার থেকে আবারও বৃহস্পতিবার অবধি টানা বৃষ্টি হতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকা। উত্তরপ্রদেশ এবং বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বিরাজ করা ঘূর্ণাবর্ত এবং পঞ্জাব থেকে তৈরি হয়ে নিম্নচাপ অক্ষরেখা বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার কারণেই রবিবার থেকে বৃষ্টির সেকেন্ড ইনিংস শুরু হতে চলেছে।

অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে, চলতি বছরেও বৃষ্টি স্বাভাবিক পরিমাণেই হবে। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৯৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে কৃষিকাজ ভালো হওয়ায়, করোনা আবহে মুষড়ে পড়া দেশের অর্থনীতির হাল কিছুটা হলেও ফিরতে পারে।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা30° C
সর্বনিম্ন তাপমাত্রা25° C
আদ্রতা94%
বাতাস10 km/h
মেঘে ঢাকা99%

আজকের আবহাওয়া:

শনিবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে হালকা বৃষ্টি এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

বাংলার দক্ষিণের কলকাতা, দুই ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হুগলি, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদায় রবিবার থেকে বৃহস্পতিবার অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত খবর

X