বাংলার এই ১০ জেলায় রয়েছে শৈত্যপ্রবাহের সম্ভাবনা, হাড়কাঁপানো ঠান্ডার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ এখনও অবধি সোমবার ছিল মরশুমের সবথেকে শীতলতম দিন। তবে সোমবারের মত অত ঠান্ডা না পড়লেও, মঙ্গলবার সকাল থেকে বেশ শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, ১০ জেলায় রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। আরও কিছুটা নামতে পারে তাপমাত্রার পারদ।

হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতল বাতাসের কারণেই নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় জেলায় রয়েছে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। হাড়কাঁপানো ঠান্ডা অনুভব করতে পারে বঙ্গবাসী। তবে ২৪ ঘন্টা পর থেকে কিছুটা হলেও বাড়তে পারে তাপমাত্রার পরিমাণ।

1577953949 cold wave2

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা24° C
সর্বনিম্ন তাপমাত্রা14° C
আদ্রতা78%
বাতাস8 km/h
মেঘে ঢাকা51%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

116648692 e222bd25 cee3 4a80 9f2b e899eca4acd1

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির সম্ভাবনা বর্তমানে বাংলায় আর নেই বললেই চলে। বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা ও রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর