নিম্নচাপের জেরে টানা ৭ দিন চলবে বৃষ্টি: আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে শুরু হয়েছে বৃষ্টিপাত। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টা এভাবেই বৃষ্টি জারি থাকবে বাংলার উত্তরের এবং দক্ষিণের জেলাগুলোতে। পাশাপাশি আগামী সপ্তাহে বৃষ্টি বৃদ্ধি পাওয়ার পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।

নিম্নচাপের ভারী প্রভাব রাজ্যের সবর্ত্র না পড়লেও, উপকূল এলাকায় বেশি প্রভাব দেখা যাচ্ছে। তাছাড়া বাকি এলাকায় শুক্রবার মাঝরাত থেকেই একনাগাড়ে বৃষ্টির ধারা অব্যাহত রয়েছে। আবার বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উপর ২৬ শে জুলাইও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে দুইবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে। সেই কারণে মৎস্যজীবীদের জন্যও জারি করা হয়েছে সতর্কতা।

123317 hbpyizhbnx 1562335458

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা32° C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা91%
বাতাস10 km/h
মেঘে ঢাকা98%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নগামী থাকতে পারে।

in bengal rain 0

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। এছাড়া ২৬ শে জুলাইয়ের আগত নিম্নচাপের জেরে আগামী ২৮ শে জুলাই পর্যন্ত জারি থাকবে বৃষ্টির ধারা। চলবে উত্তরবঙ্গেও।

1491462448 heavy rainfallsns1

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর