বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়ার (Weather) ক্যালেন্ডার থেকে পুরোপুরি বিদায় নিয়েছে বর্ষা। এখন সময় শীতের। ধীরে ধীরে নিজের পসার জমাতে আবহাওয়ার খবরে জায়গা করছে উত্তুরে হাওয়া। বর্ষা বিদায়ের পর মায়ের কৈলাশে গমনের পর থেকেই হালকা ঠাণ্ডা পড়তে শুরু করে দিয়েছে।
যদিও প্রতি বছর পুজোর পর থেকেই হালকা ঠাণ্ডা আমেজ পড়তে শুরু করে। তবে কালী পুজোর পর থেকে একেবারে জাঁকিয়ে বসে শীত। আগামী ২ মাস টানা চলে শীতের দাপট। তবে এবছর যেভাবে সাগরে একের পর এক নিম্নচাপের জেরে অতিরিক্ত বর্ষণের সম্মুখীন হয়েছিল বাংলার মানুষ, তাতে করে আবহাওয়াবিদদের আশঙ্কা শীতও পড়বে বেশ হাড়কাপানো। আর কিছুদিনের মধ্যেই শীতের দাপট শুরু হতে চলেছে।
আজকের আবহাওয়া
বাংলার আকাশে বর্তমান সময়ে বেশ মনোরম আবহাওয়া (Weather) বিরাজ করছে। ধীরে ধীরে বর্ষার কালো মেঘ সরে গিয়ে আকাশে জায়গা করছে সাদা মেঘ। বেশ রোদ ঝলমলে সকালের দেখা মিলেছে। বর্ষার হাত থেকে রক্ষা পেলেও, এবার জাঁকিয়ে পড়তে চলেছে কনকনে ঠাণ্ডা।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার আকাশে সকালের দিকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে এবং রাতের দিকে আকাশ মূলত মেঘলা থাকবে বলে আশঙ্কা করা যায়।
পড়তে পারে হাড়কাপানো ঠাণ্ডা
আবহাওয়ার (Weather) ক্যালেন্ডার থেকে ধীরে ধীরে উত্তর পূর্ব মৌসুমি বায়ু বিদায় নিলেই, এবার জাঁকিয়ে শীত পড়তে শুরু করবে। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল, এবছর বেশ জাঁকিয়ে শীত পড়তে চলেছে। সারা বছর বৃষ্টির দাপটের পর এবার আবহাওয়ার খবরে জায়গা করতে আসছে হাড়কাপানো শীতের দাপট।