কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি আবহাওয়া দফতরের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ তৈরি হওয়া নিম্নচাপের জেরে বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (weather office)। বাংলার উত্তর থেকে দক্ষিণ, মঙ্গলবার গোটা বাংলা জুড়েই ভারী বর্ষণের আগাম পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি আগামী সপ্তাহে আরও একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সমুদ্র যাত্রায় জারী করা হয়েছে নিষেধাজ্ঞা। পাশাপাশি সমুদ্রে থাকা মৎস্যজীবীদের দ্রুতই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে বুধবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

todays Weather report 5 th september of west Bengal

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা 31 ° C
সর্বনিম্ন তাপমাত্রা 27° C
আদ্রতা 90%
বাতাস 5 km/h
মেঘে ঢাকা 94%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
নিম্নচাপের জেরে সোমবারের পর মঙ্গলবারও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলার দক্ষিণে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বুধবার সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

X