কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ দীপঙ্কর, ৭৯ বছর বয়সে এসে হলেন স্বজনহারা

Published On:

বাংলা হান্ট ডেস্ক : গতকাল কিংশুক চট্টোপাধ্যায়ের পর আজ আবারও এক মৃত্যুর খবর টলিপাড়া থেকে। আর এবারের ঘটনা বাংলা ইন্ডাস্ট্রির কিংবদন্তি তারকা দীপঙ্করের (Dipankar Dey) বাড়ি থেকে। সংবাদমাধ্যম সূত্রে খবর, গত বুধবার রাতে প্রিয়জনকে হারিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। তারপর থেকেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

সূত্রের খবর বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতার বড় মেয়ে বৈশালী কুরিয়াকোস। কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যা ছিল তার। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টাও করেছিল তাঁকে ফিরিয়ে আনার। তবে শেষরক্ষা আর হলনা। গত বুধবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন বৈশালী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

জানা যাচ্ছে তাঁর একটি বোন-ও রয়েছে। তাছাড়া তাঁর স্বামী অনিল কুরিয়াকোসও এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। প্রত্যকেই ভেঙে পড়েছেন এই ঘটনায়। এই বিষয়ে দীপঙ্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “গত কালের ঘটনা। বড়সড় হার্ট অ্যাটাক হয়। তাই আর শেষরক্ষা করা গেল না। এর থেকে বেশি আর কথা বলতে পারছি না।”

আরও পড়ুন : লজ্জা শরম ভুলে নিজের বোনকেই বিয়ে করেছেন এই ৮ তারকা! তালিকায় রয়েছেন ২ বাঙালি

এরপরেই দোলন রায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে রাজ্যের এক স্বনামধন্য সংবাদ মাধ্যম। উল্লেখ্য আজ থেকে কয়েক বছর আগে দোলন রায়ের সঙ্গে সংসার পেতেছেন দীপঙ্কর। বয়সের বিস্তর ফারাক থাকলেও তাদের সম্পর্কে কোনও প্রভাব পড়েনি। বেশ গুছিয়ে সংসার করছেন টলিপাড়ার এই অসমবয়সী দম্পতি।

আরও পড়ুন : ভিনধর্মেই খুঁজে পেয়েছেন জীবনের অর্থ! ধর্মান্তরিত এই ৫ অভিনেত্রীর আসল নাম জানতেন কি?

dipankar dey

এই ঘটনায় ভেঙে পড়েছেন তিনিও। দোলনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মেয়ে চলে গিয়েছে। এ অবস্থায় কোনও বাবা কি ঠিক থাকতে পারেন? খুবই ভেঙে পড়েছেন উনি। আমরা গিয়েছিলাম। এ পরিস্থিতিতে আমি ওর পাশে থাকব না, এটা কি কখনও হয়! কিন্তু শুটিং থেকে ছুটি পাইনি। তাই কাজে বেরিয়েছি। তবে টিটো খুবই ভেঙে পড়েছে।”

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X