বাংলা হান্ট ডেস্ক : ছবির প্রচার ছাড়া তাকে খুব একটা দেখা যায়না। টলিপাড়ার সবাই যখন রাজনীতিতে ব্যস্ত, জিৎ (Jeet) তখন এসব থেকে শতহস্ত দূরে। যদিও এসবে তার জনপ্রিয়তায় ভাটা পড়া তো দূর, বরং দিন দিন বেড়েই চলেছে। সেই জনপ্রিয়তার উপর ভর করেই ভক্তদের উপহার দিয়েছেন একটার পর একটা হিট ছবি। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে জিৎ অভিনীত ‘মানুষ’ (Manush)।
অ্যাকশন হিরোর ভূমিকায় তো তিনি আগেও অভিনয় করেছেন। সেইদিক থেকে ‘মানুষ’ কোথায় আলাদা? অভিনেতা জানান, ‘মানুষও এমন একটা গল্প যা নিয়ে আমি আগে কাজ করিনি। সঞ্জয় সমাদ্দার একটা সুন্দর গল্প লিখেছে। একটা মানুষের জীবনের ওঠা-নামা, অনেকগুলো লেয়ারস রয়েছে। বাবা-মেয়ের গল্প রয়েছে। আন্ডারওয়ার্ল্ডের কিছু সিনারিও রয়েছে, একজন সৎ পুলিশ অফিসার রয়েছে। সব মিলিয়ে একটা কমপ্লিট ফ্যামিলি এন্টাটেনার এই ছবি।’
সাক্ষাৎকারে অভিনেতা জানান, তার অনস্ক্রিন মেয়ে অনন্যা এবং নিজের মেয়ে নবন্যা দুজনেই প্রায় একই বয়সী। এমনকি আশ্চর্যজনক ভাবে দুজনের জন্মদিনটাও এক। জিতের কথায়, ‘ওর সঙ্গে অভিনয় করার সময় অভিনেতা হিসাবে সেই অনুভূতিগুলো আপনা থেকেই চলে আসত। কোনও না কোনও জায়গায় ও আমার মেয়ের মতোই। ছবিতে তো অয়ন্যা আমার মেয়ে, আর সত্যি ও আমার মেয়ে হয়ে উঠেছে।’
আরও পড়ুন : কুকুর কামড়ালে প্রতিটি দাঁতের চিহ্নের জন্য মিলবে ১০ হাজার টাকা! বড় রায় দিল হাইকোর্ট
উল্লেখ্য, কিছুদিন আগেই জিৎ জানিয়েছিলেন, দুর্নীতি নিয়ে ছবি তো তিনি করতে চান বটে তবে সেরকম চিত্রনাট্য কোথায়? এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, ‘আমাকে প্রশ্ন করা হয়েছিল এখানে দুর্নীতি নিয়ে কেন সিনেমা হয় না? আমি জবাব দিয়েছিলাম, এটার উত্তর লেখকরা দিতে পারবে। মানুষ হোক বা চেঙ্গিজ, সেটা একজন লিখেছেন। আমি সেটাতে অভিনয় করেছি এবং প্রোডিউস করেছি। যেদিন আমি গল্প লিখব…. আগেও লিখেছি আমি, বস ২ আমার লেখা।’
আরও পড়ুন : হবু বরের বুকে মাথা দিয়ে আদুরে ছবি! বিছানায় অন্তরঙ্গ হয়ে ভিডিও পোস্ট করলেন নন্দিনী দিদি
এরপরেই অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়, বি টাউনে সলমন-শাহরুখ হাত মেলাচ্ছেন, টাইগার ভার্সেস পাঠান আসছে অথচ টলিউড সেইসব করছেনা কেন? উল্টো দিক থেকে জবাব আসে, তেমন যদি স্ক্রিপ্ট আমার হাতে আসে, তাহলে আমিই প্রথম দেবকে ফোন করব। শুধু দেব কেন, কদিন আগেই বুম্বাদা বলছিল ‘চল একসঙ্গে তিনজন মিলে ছবি করি’। যদি কোনও এমন স্ক্রিপ্ট আসে, তাহলে আমি নিজে থাকতে উদ্যোগ নেব। একসঙ্গে কাজ করব।’