বাংলা হান্ট ডেস্ক : কথাতেই আছে প্রতিটা জিনিসেরই একটা ভালো এবং খারাপ দিক আছে। প্রযুক্তির রমরমাও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাইবার স্ক্যাম বা অনলাইনে প্রতারণার ঘটনা আজকাল প্রায়শই হচ্ছে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন। মোবাইল হ্যাক থেকে শুরু করে মেসেজ পাঠিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) খালি করে দেওয়া নিত্যনৈমিত্তিক ঘটনা।
এতদিন নিরক্ষর মানুষরা তো এইসব প্রতারণার শিকার হতেনই এবার ঘোল খেয়ে গেলেন শ্রীলেখা মিত্র-ও (Sreelekha Mitra) । সূত্রের খবর, লক্ষ টাকার জালিয়াতির চক্রে অভিনেত্রী। গত ৩০ অগস্ট ছিল তার জন্মদিন। আর তার ঠিক একদিন আগেই ঘটে গেছে এই দূর্ঘটনা। প্রথমে এক অচেনা নম্বর থেকে ফোন আসে। এরপর সেই ফোন তুলতেই ঘটে যায় বিপত্তি।
জানা যাচ্ছে, ফোন তোলার পর ফোনের ওপাশ থেকে এক ব্যক্তি তাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলে। এরপর কোথা থেকে যে কী হয়ে গেল তা আর বুঝতে পারেনি শ্রীলেখা। অভিনেত্রী জানিয়েছেন, তিনি তখন অসুস্থ ছিলেন। ধুম জ্বর তার। এমন অবস্থায় ঐ ব্যক্তি তাকে দিয়ে ঠিক কী করিয়ে নিলেন তা বুঝতেও পারলেননা। অথচ তার অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা।
আরও পড়ুন : তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর! ভাইরাল ছবি ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায়
এই প্রসঙ্গে জানার জন্য অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “নিজেকে তো চালাক বলতেই চাই। কিন্তু আমি তো বোকাই। আমার মতো যাতে আর কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তাই সকলকে সতর্ক করছি। কত টাকা খোয়া গেছে সেটা বলতে চাই না। তবে লক্ষের বেশি টাকা জালিয়াতি করা হয়েছে। থানায় জানিয়েছি। সাইবার সেলের সঙ্গেও কথা বলেছি।”
আরও পড়ুন : নুসরতের পর ফ্ল্যাট প্রতারণা মামলায় ED-র নজরে আরও এক নামি অভিনেত্রী, পাঠানো হল সমন
অভিনেত্রী আরও জানিয়েছেন, পুলিশে খবর দেওয়া মাত্রই তারা তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন। খোয়া যাওয়া টাকা ফেরত পাবেন কী না তা নিশ্চিত না হলেও তিনি চান ভবিষ্যতে আর কেউ যেন এই ধরণের প্রতারণার শিকার না হন। কাজের ফ্রন্টের কথা বললে, কিছুদিন আগেই তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’ ছবিটির শুটিং শেষ করেছেন শ্রীলেখা। পাশাপাশি তার নিজের পরিচালনার কথাবার্তাও চলছে।