রাবীন্দ্রিক সাজে এই খুদে শিল্পীই এখন জনপ্রিয় টলিউড অভিনেত্রী! বলুন তো কে ইনি?

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতেই ব্যাপক ভাইরাল হয়েছে এক জনপ্রিয় টলি সুন্দরীর (Tollywood Actress) মেয়েবেলার বিভিন্ন মুহূর্তের ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের নাচের সাথে বিভিন্ন ধরনের শাড়ি গয়নায় সেজে পোজ দিয়েছে এক মিষ্টি খুদে। তাঁর পরনে কখনও লাল শাড়ি, লাল ব্লাউজের সঙ্গে ফুলের গয়না, আবার কখনও লাল পাড় সবুজ শাড়ির সঙ্গে ভরতনাট্যমের গয়না।

অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya) ছোটবেলা

এমনই একগুচ্ছ নাচের অনুষ্ঠানের ছবি কোলাজ করে তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবি দেখে চেনা চেনা লাগলেও ঠিক কোথায় দেখেছেন কিছুতেই মনে করতে পারছেন অনেকেই। আসলে ছবির এই মিষ্টি খুদেই এখন টলিউডের একজন নামকরা অভিনেত্রী। বাংলা সিনেমার পাশাপাশি বাংলা সিরিয়ালের দর্শকরাও কাবু তাঁর প্রাণ খোলা হাসিতে।

   

কি ভাবছেন কে ইনি? তাহলে একটু হিন্ট দিয়েই দিই। আসলে এই অভিনেত্রীকে ছোট পর্দার দর্শকরা চেনেন ‘লক্ষ্মী কাকিমা’ নামে। হ্যা ঠিকই ধরেছেন এখানে কথা জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে (Aparajita Adhya) নিয়েই। কিছুদিন আগেই ছোটবেলার রবীন্দ্র জয়ন্তীর পুরনো স্মৃতি রোমন্থন করে সোশ্যাল মিডিয়ায় একটি ছবির কোলাজ পোস্ট করেছিলেন অভিনেত্রী (Aparajita Adhya)।

আরও পড়ুন: সাংবাদিককে চড় মারার অভিযোগে আদালতে অরিজিৎ! সেল্ফি তুলতে দৌড়ে এলেন খোদ বিচারক

এদিন রবীন্দ্র জয়ন্তীর স্মৃতিচারণ করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমার সেই আদুরে মেয়েবেলা, অদূরে দাঁড়িয়ে আছে… ছোটবেলার রবীন্দ্রজয়ন্তী ঘিরে কত স্মৃতি; নাচের তালিম, গানের মহড়া… পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু একটু করে গড়ে তোলা প্রস্তুতির আনন্দ অবসর।। খুব মনে আছে এমনই এক রবীন্দ্রজয়ন্তীর দিন, অনুষ্ঠান চলতে চলতেই লম্বা একটা লোডশেডিং হলো! কিন্তু আমাদের শিশু মনের উদ্যমে সব প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে হারিকেন জ্বালিয়ে অনুষ্ঠান করলাম আমরা… এ যেন সে দিনের কথা… স্মৃতির সোনায় যত্নে রাখা আমার মেয়েবেলা, মনে পরে সেই সব দিন।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর