প্রয়োজন আড়াই কোটি, দু হাত জোড় করে প্রধানমন্ত্রী মোদীর কাছে আর্জি জানালো ছোট্ট মাহি

বাংলাহান্ট ডেস্কঃ ‘নমস্কার মোদী জি। আপনি আমাকে সাহায্য করুন। আমি বিরল রোগে আক্রান্ত। আমার ওষুধের ব্যবস্থা করে দেবেন?’ – ঠিক এইভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) কাছে সাহায্যের আবেদন করল বছর ৭-র ছোট্ট মাহি। জিনঘটিত অসুখ মরকিও সিনড্রোম আক্রান্ত এই ছোট্ট মেয়েটি।

ছোট্ট মাহির বাবা সুশীল কুমার পেশায় একজন পুলিশকর্মী। মাসিক বেতন ২৭ হাজার টাকা। কিন্তু তাঁরই এই একরত্তি মেয়েটি এক বিরগ রোগে আক্রান্ত হয়েছে, যা প্রতি ২ লক্ষ জনের মধ্যে একজনের হয়। বাবা মায়ের মাধ্যমেই এই জিনঘটিত অসুখ পৌঁছায় সন্তানের শরীরে। মরকিও সিনড্রোম, যার চিকিৎসা এদেশেও নেই। এমনকি ওষুধও নিয়ে আসতে হবে বিদেশ থেকেই।

   

bbvkvbkvb

নিজের ক্ষমতায় মেয়ের চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকা ঋণ নিয়েছেন সুশীল কুমার। সঙ্গে পুলিশ দফতর থেকেই ১ লক্ষ টাকা ঋণ নিয়েছেন তিনি। কিন্তু এই ছোট্ট মাহিকে সারিয়ে তুলতে প্রয়োজন আড়াই কোটি টাকা, বিদেশ থেকে ওষুধ আনতে হবে জাহাজে করে। আর তারপরই দিল্লীর এইমসে চিকিৎসা হওয়া সম্ভব ছোট্ট মাহির।

মরকিও সিনড্রোমের ফলে হাড়ের বৃদ্ধি বন্ধ হয়ে শিরদাঁড়া ধীরে ধীরে বেঁকে যায়। ওজন এবং উচ্চতা বৃদ্ধি কোনটাই স্বাভাবিক ভাবে হয় না, থমকে যায়। শরীর দুর্বল হয়ে পড়ে এবং মাথা অনেক বড় হয়ে গিয়ে বামনের মত দেখতে হয়ে যায়। পাশাপাশি শরীরে তৈরি হয় নানারকম জটিলতাও।

এই বিরল রোগ থেকে মুক্তির জন্য এবার প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছে একরত্তি মাহি। মাত্র ৭ বছর বয়সেই যেখানে তাঁর রয়েছে দুচোখ ভরা স্বপ্ন, তখনই শরীরে বাসা বেঁধেছে এই বিরল রোগ। বড় হয়ে একজন ডাক্তারও হতে চান মাহি। এক ভিডিও বার্তায় নিজের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর দারস্থ হয়েছে ছোট্ট মাহি।

সে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানায়, ‘নমস্কার মোদিজি, আমি মাহি। আমার বয়স এখন ৭ বছর, আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই। আমার শারীরিক উচ্চতা বৃদ্ধি পাচ্ছে না। আপনি আমার ওষুধের ব্যবস্থা করবেন?’

ad2
Avatar
Smita Hari

সম্পর্কিত খবর