শুভেন্দুর গড়ে BJP প্রার্থীর ওপর প্রাণঘাতী হামলা! ধারালো অস্ত্রের আঘাত, অভিযোগ শাসকের বিরুদ্ধে

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার বুকে একের পর এক দুর্নীতি এবং অন্যান্য একাধিক ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল (Trinamool Congress) বনাম বিজেপি (Bharatiya Janata Party) দ্বন্দ্ব অব্যাহত। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সম্পর্ক ক্রমাগত তলানিতে গিয়ে ঠেকছে আর এই অবস্থায় এবার বিরোধী দলনেতার খাস তালুক কাঁথিতে (Kanthi) এক বিজেপি নেতাকে বেধড়ক মারধর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রাণঘাতী হামলার অভিযোগে ইতিমধ্যে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে ভারতীয় জনতা পার্টি।

ঘটনার কেন্দ্রস্থল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এলাকার মহিষাগোট পঞ্চায়েত। সূত্রের খবর, আগামীকাল সাহজাদপুর সমবায় সমিতিতে নির্বাচন রয়েছে আর তার আগেই বিজেপি প্রার্থীকে মারধর করার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। এই ঘটনায় ইতিমধ্যে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।

বিজেপির দাবি, আগামীকাল সাহজাদপুর কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে এহেন কর্মকাণ্ড ঘটানো হয়েছে। যদিও অপরদিকে, এই বিষয়ে শাসকদলের কোনরকম প্রতিক্রিয়া মেলেনি।

স্থানীয় সূত্রে খবর, নির্বাচনের আগে গতকাল গভীর রাতে এলাকায় টোটোসহ কম্বল, কাপড় এবং লুঙ্গি বিতরণ করতে বের হয় তৃণমূল কংগ্রেস। সেই সময় তৃণমূলের টোটোকে আটকায় ঝন্টু কুমার বেরা নামে ওই আক্রান্ত বিজেপি প্রার্থী। এরপরই ঝন্টুর ওপর প্রাণঘাতী হামলা চালায় তৃণমূল কর্মী সমর্থকরা। ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর ফলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে। পরবর্তীতে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় বিজেপি নেতাকে।

bjp

সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনরকম প্রতিক্রিয়া না মিললেও এদিন তাদের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিয়েছে পদ্মফুল শিবির। বিজেপি নেতা তথা মণ্ডল সভাপতি উমেশ প্রধান বলেন, “আগামীকাল নির্বাচন রয়েছে। তাই তার আগে তৃণমূলের তরফ থেকে টোটো করে লুঙ্গি, কম্বল এবং কাপড় বিতরণ করা হয়েছিল। সেই সময় আমাদের প্রার্থীকে মারধর করা হয়। এই বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি।”

Sayan Das

সম্পর্কিত খবর