একাধিকবার যৌন নির্যাতন! অবশেষে সাহস দেখিয়ে তৃণমূল নেতাকে উচিৎ শিক্ষা দিল নাবালিকা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দিনের পর দিন সহ্য করতে হচ্ছিলো নির্যাতন। পাশবিক অত্যাচার ক্রমশ বৃদ্ধি পেয়ে চলছিলো; অথচ অভিযুক্ত তৃণমূল (Trinamool Congress) নেতা হওয়ার কারণে মুখ বন্ধ রাখতে হয়। তবে অবশেষে সকল বাধা উপেক্ষা করে সুব্রত সরকার নামে এলাকার তৃণমূল নেতাকে উচিত শিক্ষা দিলো নাবালিকা। চাইল্ড লাইনে ফোন করে সকল অভিযোগ জানানোর পরেই থানার সাথে যোগাযোগ করা হয় এবং বর্তমানে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার কেন্দ্রস্থল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানা সংলগ্ন এলাকা। সুব্রত সরকার নামে এলাকার এক তৃণমূল নেতার বিরুদ্ধে বর্তমানে যৌন নিগ্রহের গুরুতর অভিযোগ এনেছে এক নাবালিকা। কিশোরীটির অভিযোগজ বিগত বেশ কিছু সময় ধরে তার উপর পাশবিক নির্যাতন করে চলেছিল অভিযুক্ত তৃণমূল নেতা। পরবর্তীতে কোনো উপায় খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত চাইল্ড লাইনে ফোন করে সে এবং এরপরই স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে বর্তমানে পুলিশ দ্বারা সুব্রত সরকারকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ১৪ বছর বয়সী কিশোরীর বাবা পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত এবং মা কলকাতার একটি জায়গায় কাজ করে। সেই সুযোগে অভিযুক্ত তৃণমূল নেতা প্রায়শই মেয়েটির বাড়িতে আসা-যাওয়া করতো এবং সেই সঙ্গে চলতো নির্যাতন এবং যৌন নিগ্রহ। শুধু তাই নয়, কারোর কাছে মুখ খুললে তার ফল যে ভালো হবে না, তা নিয়ে হুমকিও দেয় সুব্রত।

পরবর্তীতে সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে মেয়েটি তার মাকে জানালেও অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক প্রভাব থাকার কারণে ভয়ে মুখ খুলতে পারেনি কেউই। তবে শেষ পর্যন্ত মেয়েটি এক প্রকার নিজে থেকেই চাইল্ড লাইনে ফোন করে সমস্ত অভিযোগ খুলে জানায়। এরপরই বাসন্তী থানার সাথে যোগাযোগ করে চাইল্ড লাইন এবং অভিযোগ পাওয়া মাত্রই সুব্রত সরকারকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনাটি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। সকলেই তৃণমূল নেতার শাস্তির দাবি তুলেছে। আবার অপরদিকে, এ ঘটনাটি সাজানো বলে পাল্টা অভিযোগ ছুড়ে দিয়েছে ঐ তৃণমূল নেতা এবং তার পরিবার। বর্তমানে অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে প্রশাসন।

সম্পর্কিত খবর

X