বাংলা হান্ট ডেস্কঃ প্রায়ই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসা শোনা যায় দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) মুখে। তবে সম্প্রতি তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) সঙ্গে মমতার তুলনা করে বসেন! দাবি করেন, নেতাজি যা করতে পারেননি, সেটা করে দেখিয়েছেন মমতা। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এর মাঝে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন তৃণমূল নেতা। সেই সঙ্গেই অনড় থাকলেন নিজের দাবিতে।
মন্তব্যের ব্যাখ্যা দিয়ে কী বললেন কুণাল (Kunal Ghosh)?
সম্প্রতি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, ‘নেতাজি সুভাষচন্দ্র বসু আলাদা করে দল করেও দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি ঐতিহাসিক বিপ্লবী। তবে সংসদীয় রাজনীতিতে দল তৈরি করে ব্যর্থ হয়েছেন’। নেতাজির পাশাপাশি এদেশের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি তথা কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের প্রসঙ্গও টেনে আনেন তিনি।
কুণাল (Kunal Ghosh) বলেন, ‘প্রণব মুখোপাধ্যায়ও দল তৈরি করে ব্যর্থ হয়েছেন। ফলে আলাদা দল করে যদি কেউ বাংলার মাটিতে সফল হয়ে থাকেন, তাহলে তিনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়’। তৃণমূল নেতার এই মন্তব্য নিয়েই বিস্তর বিতর্ক হয়। এই আবহে নিজের কথার ব্যাখ্যা দিলেন তিনি।
আরও পড়ুনঃ ৬০ থেকে ৬৫! বাড়ছে রাজ্যের এই সরকারি কর্মীদের অবসরের বয়সসীমা?
তৃণমূলের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক বলেন, ‘দল থেকে বেরিয়ে ব্যক্তিগত ক্যারিশ্মায় দল গঠন করে মানুষের আশীর্বাদ পাওয়া নিয়ে কথা হচ্ছিল। প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা ভুল ছিল। সেই বিষয়ে আলোচনা হচ্ছিল। সেই আলোচনা প্রসঙ্গেই আমি কথাটা বলেছি’।
এখানেই না থেমে নেতাজির ভূয়সী প্রশংসা করে কুণাল (Kunal Ghosh) বলেন, ‘নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবরেণ্য, আন্তর্জাতিক নায়ক। ওনার প্রথম প্রধানমন্ত্রী ঘোষিত হওয়ার কথা। উনি আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন। ওনাকে ৬টা দেশ স্বীকৃতি দিয়েছিল। যতদিনের জন্যই হয়ে থাকুক না কেন, হয়েছিলেন তো! ওনার সেই পার্ট- বিপ্লবী, স্বাধীনতাযোদ্ধা, দেশনায়ক নেতাজি, সেটা আলাদা’।
এরপর কংগ্রেস থেকে বেরিয়ে যারা স্বতন্ত্র দল গঠন করেছেন সেই প্রসঙ্গ টেনে আনেন কুণাল। তৃণমূল নেতা বলেন, ‘কংগ্রেস থেকে বেরিয়ে এসে যারা দল তৈরি করেছেন, এবার সেখানে আসুন। সেটা সুভাষচন্দ্র বসু বলুন বা প্রণব মুখোপাধ্যায়, কেউ সফল হননি। নেতাজি ফরওয়ার্ড ব্লক গঠন করেছেন। প্রণববাবু একটি দল করেছেন। বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, যিনি একক ক্যারিশ্মায় দল থেকে বেরনোর পর অথবা বহিষ্কারের পর একক কৃতিত্বে সংসদীয় রাজনীতিতে নিজের দলকে সাফল্য এনে দিয়েছেন। জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছেন’।
বাংলার পরপর তিনবার তৃণমূলের সরকার গঠনের প্রসঙ্গও টেনে আনেন কুণাল (Kunal Ghosh)। সেই সঙ্গেই দাবি করেন, চতুর্থবারও হবে। তৃণমূল নেতার কথায়, ‘আমি এই তুলনাটা করেছি। নেতাজি সুভাষচন্দ্র বসু অথবা প্রণব মুখোপাধ্যায়, ওনারা নিজেদের জায়গায় আকাশছোঁয়া ব্যক্তিত্ব। তবে একা দল গঠন করে ভারতের সংসদীয় গণতন্ত্রে ছাপ ফেলা, এটায় মমতা বন্দ্যোপাধ্যায় এক নম্বর। আমি কী ভুল বলেছি? এবার আমায় কে কী বললেন, আমার ঘোড়ার ডিম’।