‘বাংলার বুকে মা কালীর সাক্ষাৎ রূপ মমতা’, মুখ্যমন্ত্রীকে ভগবানের সিংহাসনে বসিয়ে দাবি ‘ভক্ত’ রাজীবের

Published on:

Published on:

rajib banerjee

বাংলা হান্ট ডেস্কঃ ‘বাংলার বুকে মা কালীর সাক্ষাৎ রূপ মমতা বন্দ্যোপাধ্যায়’, বাংলাহান্টকে দেওয়া সাক্ষাৎকারে ঠিক এমনটাই দাবি করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। পাশাপাশি নাম না করে নিজের একসময়ের সতীর্থ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও জোর আক্রমণ করলেন রাজীব।

মমতাকে ‘মা কালীর রূপ’ আখ্যা রাজীবের | Rajib Banerjee

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজ্যের বাকি কেন্দ্র গুলির দিকে নজর থাকলেও এবারেও বাড়তি নজর যে নন্দীগামের দিকে থাকবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিধানসভা ভোটে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই রাজীবকেই প্রার্থী করার পথে তৃণমূল কংগ্রেস। যদিও সবটাই এখনও ভাবনাচিন্তার স্তরে রয়েছে। রাজীবের অবশ্য বক্তব্য পুরোটাই ‘রটনা’। তবে রাজীব প্রার্থী হন বা না হন, এখন থেকেই কোমর বেঁধে জোর আক্রমণ শানাচ্ছেন শুভেন্দুকে।

এদিন ধর্ম ইস্যুতে বিজেপিকে একহাত নিয়ে রাজীব বলেন, ‘আমরা মনে করি আমরা রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করছি না। আজকে বিজেপির ‘মেজো খোকা’ বলে বেড়াচ্ছে আমি হিন্দুর বাচ্চা আমি হিন্দুর বাচ্চা। সব হিন্দু এক হবে। কোনও একটা রাজনৈতিক দলের স্লোগান কখনও ধর্ম হতে পারে?” বিজেপিকে নিশানা রাজীব ব্যানার্জীর।

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ভগবানের সিংহাসনে বসিয়ে রাজীবের দাবি, “বাংলার বুকে বাংলার মানুষ প্রতিষ্ঠিত করে দিয়েছে, মা কালীর যদি কোনও সাক্ষাৎ রূপ হয় বর্তমান সময় বাংলার বুকে তাহলে তা মমতা বন্দ্যোপাধ্যায়। ” রাজীব বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় জয় সন্তোষী মা থেকে শুরু করে যত রকম আচার-অনুষ্ঠান রয়েছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তা নিষ্ঠার সঙ্গে পালন করেন, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তো রাস্তায় বেরিয়ে বলতে হয় না, আমি হিন্দুর সন্তান, আমি হিন্দুর বাচ্চা। এদের বলতে হচ্ছে কেন?”

ফেসবুকে ভিডিও দেখুন:https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0ECDGXjuj6GU9gjLqfdvDDMxzcFq118GfdQ1KZibgpayarDk3kX5G5XGzdsnRvgu3l&id=100066498740619&mibextid=ZbWKwL

গেরুয়া শিবিরকে রাজীবের তোপ, “এরা জানে ধর্মকে সামনে না নিয়ে আসলে এদের বাজারে এক টাকাও দাম নেই।” উল্লেখ্য, এই রাজীবও একটা সময় ছিলেন বিজেপিরই ক্যান্ডিডেট। তাঁরই পুরনো কেন্দ্র ডোমজুড়ে গেরুয়া পতাকার তলে প্রার্থী হয়েছিলেন তিনি। ২০২১ সকে বিধানসভা ভোটের আগে রাজীব তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দুবাবুর ডাকে। যদিও হেরে গিয়ে কিছু সময়ের মধ্যেই ফের ব্যাক করেন পুরোনো দলে।

আরও পড়ুন: রাজ্যের মন্ত্রীকে ছাড়া অথচ কেন্দ্রীয় মন্ত্রীকে আটক পুলিশের! বিমানবন্দরে বৈষম্যের ঘটনায় এবার বড় পদক্ষেপ সুকান্তর

ডোমজুড়ে পরাজিত হয়ে ভোটের কয়েক মাসের মধ্যেই অভিষেকের হাত ধরে তৃণমূলে ফিরে এসেছিলেন রাজীব। এরপর দলের নির্দেশে অনেকটা সময় ত্রিপুরার বড় দায়িত্ব পালন করেন রাজীব। বর্তমানে তিনি হাওড়া জেলা পরিষদে মেন্টরের দায়িত্বে রয়েছেন।