বাংলা হান্ট ডেস্কঃ গতরাতে এলাকাবাসীর বিক্ষোভকে কেন্দ্র করে শুরু হয় বচসা! উঠল ‘হায় হায়’ স্লোগান, আর তাতেই পরিস্থিতি হাতের বাইরে। স্থানীয়দের সাথে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন তৃণমূল বিধায়ক (TMC MLA) স্বর্ণকমল সাহা (Swarnakamal Saha)।
কি নিয়ে সূত্রপাত হল ঘটনার? বিধায়ক ঘনিষ্ঠ ইকবাল নামের এক প্রোমোটারের অবৈধ নির্মাণকে কেন্দ্র করে শুরু হয় ঘটনার। এরপর ক্ষোভে স্বর্ণকমল সাহার বাড়ির দোরগোড়ায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী। বিধায়কের বাড়ি ঘিরে শুরু হয় ‘হায় হায়’ স্লোগান। এরপরই ক্রমশ্য জটিল হতে থাকে পরিস্থিতি।
সূত্রের খবর, ক্রমাগত বিক্ষোভের জেরে বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিধায়ক। রণক্ষেত্রের চেহারা ধারণ করে গোটা এলাকা। ঘটনা চাওর হতেই সেখানে পৌঁছয় স্থানীয় পুলিশ। বিক্ষোভকারীদের অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা গিয়েছে, ওই ৫৬ নম্বর ওয়ার্ড বিবি বাগানের বাসিন্দাদের অভিযোগ স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা ঘনিষ্ঠ ইকবাল নামের এক প্রোমোটার এলাকায় অবৈধ নির্মাণ করছেন। পাশাপাশি প্রোমোটারের অনুগামীরা এলাকায় গুণ্ডামি করছেন বলেও অভিযোগ স্থানীয়দের।
এরই প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন শাসক দলেরই স্থানীয় কর্মী শাহাবুদ্দিন নামের এক যুবক। কিন্তু অবৈধ নির্মাণের প্রতিবাদ করায় ইকবালের লোকজন গত শনিবার তাকে বেধড়ক মারধর করেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন শাহবুদ্দিন। তিন দিন কেটে যাওয়ার পরেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি বলেই দাবি বাসিন্দাদের। সেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে প্রথমে এন্টালি থানায় ও পরে বিধায়কের বাড়ি ঘেরাও করে চলে বিক্ষোভ।
তারই প্রতিবাদে থানা ঘেরাও করেন এলাকার লোকজন। সেখান থেকে পুলিশ তাঁদের সরিয়ে দিলে তাঁরা সোজা চলে যান বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়ির সামনে। যদিও গোটা ঘটনায় এলাকাবাসীর সমস্ত অভিযোগ কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন বিধায়ক। বিক্ষোভের পেছনে বিরোধী দল বিজেপির মদত আছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিধায়ক।