বাংলা হান্ট ডেস্কঃ ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সেই অনুষ্ঠান ঘিরে কলকাতা শহরের একাধিক রাস্তায় যান চলাচলে বড়সড় বিধিনিষেধ (Traffic Restrictions) জারি করল পুলিশ। কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) আগেই নির্দেশ দিয়েছিল, সকাল ৯টা থেকে ১১টার মধ্যে শহরে যেন কোনও যানজট না হয়। সেই নির্দেশ মানতে শহরজুড়ে মোতায়েন থাকবে বাড়তি পুলিশ বাহিনী, চলবে নজরদারি।
ভোর থেকেই বন্ধ একাধিক রাস্তায় গাড়ি চলাচল
পুলিশ জানিয়েছে, ২১ জুলাই ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট, বিধান সরণি, ব্রাবোর্ন রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, নিউ CIT রোড, স্ট্র্যান্ড রোড সহ একাধিক জায়গায় যাত্রীবাহী গাড়ি চলবে না। ধর্মতলার দিকে যে মিছিল যাবে, সেই সব রাস্তাতেও গাড়ি চলাচল বন্ধ থাকবে। অনেক রাস্তায় ট্রামও চলবে না।
পণ্যবাহী গাড়িও ঢুকবে না শহরে
কলকাতা পুলিশ আরও জানিয়েছে যে, সেদিন ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরের মধ্যে কোনও পণ্যবাহী গাড়ি (Goods Vehicles) ঢুকতে দেওয়া হবে না। তবে গ্যাস, মাছ, মাংস বা ওষুধের মতো জরুরি জিনিসবাহী গাড়িগুলিকে ঢুকতে দেবে পুলিশ। তবে পরিস্থিতি বুঝে যেকোনও সময় রুট বদলে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে পুলিশ।
ভিক্টোরিয়া সংলগ্ন এলাকায় বন্ধ পার্কিং
হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউয়ের মতো জায়গায় গাড়ি পার্কিং বন্ধ থাকবে। পুলিশ বলছে, যে কোনও সময় পরিস্থিতি বুঝে আরও কড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যানজট ও বিশৃঙ্খলা রুখতে শহরজুড়ে বাড়ানো হচ্ছে নজরদারিও।
আরও পড়ুনঃ ‘বিজেপি নয়, মোদীই আসল’, নিশিকান্তের মন্তব্যে ঝড় জাতীয় রাজনীতিতে
লালবাজার পরামর্শ দিয়েছে যে, যাঁরা ওইদিন কাজে বেরোবেন, তাঁরা যেন সময় হাতে নিয়ে বেরোয়। গুগল ম্যাপ বা খবর দেখে বিকল্প রুট বুঝে চলাফেরা করাই সবচেয়ে ভালো হবে।