মমতার বার্তা বৃথা! ‘কাটমানির ভাগ না দেওয়ায়’ তৃণমূলেরই বুথ সভাপতিকে গুলি তৃণমূলের!

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট (WB Assembly Elections)। তার আগে শাসকদল তৃণমূলের (Trinamool Congress) অস্বস্তি বাড়িয়েছে গোষ্ঠীকোন্দলের নানান ঘটনা। এই নিয়ে গত বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভা থেকে বার্তা দিয়েছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার কথা বলেন তিনি। একইসুর শোনা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গলাতেও। কিন্তু তারপরেও শিরোনামে উঠে এল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা!

রাজ্যে ফের তৃণমূল বনাম তৃণমূল (Trinamool Congress)!

শাসকদলের গোষ্ঠীকোন্দলের ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানা অঞ্চলের পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের চকাই গ্রামে। তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের জেরে আহত হয়েছেন দলেরই বুথ সভাপতি। শনিবার গুলিবিদ্ধ অবস্থায় নাসিম শেখ নামের ওই বুথ সভাপতিকে প্রথমে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে দু’টি গোষ্ঠীর দ্বন্দ্ব রয়েছে। গতকাল সকাল থেকেও চাপা উত্তেজনা ছিল। চকাই গ্রামে একটি ড্রেন তৈরি ঘিরে সেই বিবাদ চরমে ওঠে। অভিযোগ, এই আবহে বিকেলে ডিয়ার হাজারি গোষ্ঠীর লোকজন তৃণমূলের (Trinamool Congress) বুথ সভাপতি নাসিমকে গুলি করে। নাসিমের পেটে গুলি লাগে বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুনঃ জামিনের পরেই পুড়বে কপাল? কালীঘাটের কাকুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! CBI চার্জশিটে তোলপাড়

তৃণমূলের (TMC) আহত বুথ সভাপতি এই ঘটনা প্রসঙ্গে বলেন, গ্রামের ড্রেন তৈরির টাকার ভাগ চেয়েছিল আরেক গোষ্ঠী। ‘গ্রামের কাজে আমি দুর্নীতি করতে চাইনি’, দাবি করেন নাসিম। সেই কারণেই ডিয়ার গোষ্ঠীর সেকেন্দার খাঁ তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ করেছেন তিনি।

trinamool congress tmc flags

এই বিষয়ে জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, চকাই গ্রামে ড্রেন কাটা ঘিরে দুই পক্ষের মধ্যে বচসা হয়। দুই তরফেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনার জেরে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে এই ঘটনার প্রেক্ষিতে শাসকদল তৃণমূলকে (Trinamool Congress) নিশানা করেছেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী। রাজ্যজুড়ে এসব হচ্ছে বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসের লোকেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছে। সোনামুখীর চকাই গ্রামের ঘটনা ফের একবার একথা প্রমাণ করল বলে দাবি করেছেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর