বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে তৃণমূলের (Trinamool Congress) অস্বস্তি বাড়াচ্ছে গোষ্ঠীকোন্দলের নানান ঘটনা। এবার যেমন বীরভূমের কাঁকরতলায় তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীকে খুনের ঘটনায় দলেরই এক কর্মীকে গ্রেফতার করা হল। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
তৃণমূল (Trinamool Congress) কর্মীকে খুন দলেরই এক কর্মীর?
গত শুক্রবার বীরভূমের (Birbhum) কাঁকরতলা থানার বড়রা বাসস্ট্যান্ড থেকে বাইক নিয়ে বাড়ি আসছিলেন নিয়ামুল হক। সেই সময় গরিবপাড়া লাগোয়া এলাকায় তাঁকে বেশ কয়েকজন আটকান। বাইক থেকে নামিয়ে নিয়ামুলকে রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয় তাঁর শরীরে নানান অংশ।
পরবর্তীতে নিয়ামুলকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। এই ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, ধৃতও তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কর্মী।
আরও পড়ুনঃ রাত পোহালেই ডাক্তারদের মুখোমুখি হচ্ছেন মমতা! অভয়া মঞ্চের সদস্যরা সভায় থাকবেন?
নিয়ামুলের মৃত্যুর পর এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় নেতৃত্বের তরফ থেকে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে এই হত্যাকাণ্ডকে ‘রাজনৈতিক’ নয়, বরং ‘ব্যক্তিগত শত্রুতা’ হিসেবে দাবি করা হয়। তবে এবার জানা গেল, পুলিশ যাকে গ্রেফতার করেছে, তিনিও আদতে তৃণমূলেরই কর্মী।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শেখ আকবর। খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার কৈথি গ্রামে থাকেন তিনি। কী কারণে নিয়ামুলকে খুন করা হল? এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত? এখন এসব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। এদিকে জানা যাচ্ছে, রবিবার ধৃতকে দুবরাজপুর আদালতে উপস্থিত করানো হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে একাধিকবার তেতে উঠেছে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), কাজল শেখের বীরভূম। এই জেলা থেকে বহু অশান্তির খবর সামনে এসেছে। কাঁকরতলা থানা এলাকার স্থানীয়দের অভিযোগ, দুই গোষ্ঠীর মধ্যে বালির ‘বখরা’ নিয়ে সংঘর্ষ হচ্ছে। এর আগেও জামালপুর গ্রামে এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হয়েছে। সেই ঘটনায় আহত হয়েছিলেন দু’জন।
সম্প্রতি তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা খুনের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এবার জানা গেল, এই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক তৃণমূল কর্মী। মামলার তদন্ত এগোনোর সঙ্গে আর কী কী তথ্য সামনে আসে সেটাই দেখার।