“জঙ্গিরা টুরিস্টদের রেসপেক্ট করে”, পাহেলগাঁও হামলা নিয়ে বেফাঁস মন্তব্য তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের

Published on:

Published on:

Trinamool MLA's controversial comments on Pahalgam Attack.

বাংলা হান্ট ডেস্ক: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পাহেলগাঁও-তে ঘটে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা (Pahalgam attack)। যেখানে প্রাণ হারান ২৬ জন। যাঁদের মধ্যে অধিকাংশজনই ছিলেন নিরীহ পর্যটক। এদিকে, এই জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে রীতিমতো গর্জে ওঠে সমগ্র দেশ। শুধু তাই নয়, এই ঘটনায় পাক জঙ্গি গোষ্ঠীর যুক্ত থাকার প্রমাণও মেলে। এমতাবস্থায়, যোগ্য জবাব দিতে সম্পন্ন হয় “অপারেশন সিঁদুর”। যার মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়।

পাহেলগাঁও হামলা (Pahalgam Attack) নিয়ে বেফাঁস মন্তব্য তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের:

একদিকে যেখানে এই জঙ্গি হামলার (Pahalgam Attack) জেরে সমগ্র দেশ তথা বিশ্বে সমালোচনার ঝড় ওঠে অপরদিকে কালিয়াচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র একটি বিতর্কিত প্রতিক্রিয়া দিয়েছেন। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু তাই নয়, তাঁর ওই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে সমালোচনাও।

Trinamool MLA's controversial comments on Pahalgam Attack.

কী জানিয়েছেন সাবিত্রী: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত রবিবার একটি দলীয় সভায় উপস্থিত হয়ে মানিকচকের তৃণমূল বিধায়ক দাবি করেন “জঙ্গিরা টুরিস্টদের (Pahalgam Attack) মারে না। বরং তারা টুরিস্টদের রেসপেক্ট জানায়। তাহলে টুরিস্টদের মারল কে? এখনও অবধি তদন্ত পাবেন না।” অর্থাৎ, দেখতে গেলে তিনি জঙ্গিদের কার্যতো গুণগান গেয়েছেন।

আরও পড়ুন: ভারতের তুলনায় বাংলাদেশের GDP ভালো! ভিডিও বার্তায় “অদ্ভুত দাবি” মহুয়া মৈত্রের, শুরু বিতর্ক

আর সাবিত্রীর এহেন প্রতিক্রিয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। ইতিমধ্যেই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য স্পষ্ট জানিয়েছেন, “এই প্রতিক্রিয়া শুধুই লজ্জার নয় বরং দেশবিরোধীও।”

আরও পড়ুন: “অপারেশন সিঁদুর” এখনও শেষ হয়নি! বিরোধীদের উত্তর দিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন রাজনাথ

প্রসঙ্গত উল্লেখ্য যে, সোমবার পহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলার পর ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পরিপ্রেক্ষিতে সংসদে বিবৃতি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। যেখানে তিনি অপারেশন সিঁদুর সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করার পাশাপাশি ভারত কীভাবে পাকিস্তানকে যোগ্য প্রত্যুত্তর দিয়েছে সেই বিষয়টি উপস্থাপিত করেন। শুধু তাই নয়, সোমবার পহেলগাঁও হামলায় যুক্ত থাকা একাধিক জঙ্গিকে খতম করা হয় অপারেশন মহাদেবের মাধ্যমে। এই আবহেই তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের এহেন প্রতিক্রিয়া তাই সমালোচনার উদ্রেক ঘটিয়েছে।