করোনা ছড়ানোর জন্য চিনের বিরুদ্ধে অ্যাকশন ট্রাম্পের, কয়েক হাজার কোটি টাকার ক্ষতির সন্মুখিন ড্রাগন

বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) চিনের (China) বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে চিনের স্টক মার্কেট (Stock Market) থেকে বিলিয়ন ডলারের আমেরিকার পেনশন নিধির (US Pension Fund) টাকা তুলে নেওয়ার ঘোষণা করলেন। ট্রাম্প জানান যে, ওনার প্রশাসন চিন থেকে বিলিয়ন ডলারের আমেরিকার পেনশন নিধির পয়সা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ট্রাম্পের এই পদক্ষেপে চিনের স্টক মার্কেট অনেক বড় ক্ষতির সন্মুখিন হবে।

এর আগে আমেরিকা চিনের বিরুদ্ধে মেধা সম্পত্তি এবং গবেষণার কাজের সাথে জড়িত তথ্য চুরি করার অভিযোগ করেছিল। ফক্স বিজনেস নিউজে ট্রাম্পের কাছে যখন জিজ্ঞাসা করা হয় যে, আমেরিকা কি চিনের স্টক মার্কেট থেকে বিলিয়ন ডলারের পেনশনের টাকা তুলে নিচ্ছে? তখন রাষ্ট্রপতি ট্রাম্প জানান কাজ শুরু হয়ে গেছে।

আপনাদের জানিয়ে দিই, করোনা ভাইরাসের কারণে সম্পূর্ণ ভাবে বিপর্যস্ত আমেরিকা। এখনো পর্যন্ত আমেরিকায় প্রায় ১০ লক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮৬ হাজার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই এই ভাইরাসের জন্য চিনকে দোষ দিয়ে আসছেন।

এমনকি উনি বিশ্ব স্বাস্থ সংগঠনের বিরুদ্ধে চিনের হয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলে তাদের ফান্ড দেওয়া বন্ধ করারও ঘোষণা করেছিলেন। উনি এই ভাইরাসকে চিনের ভাইরাস বলে অভিহিত করেছিলেন, এবং উনি বলেছিলেন চিন ইচ্ছে করে এই ভাইরাস গোটা দুনিয়ায় ছড়িয়েছে। তাদের বিরুদ্ধে যোগ্য ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

Koushik Dutta

সম্পর্কিত খবর