ট্রাম্পের এই একটি সিদ্ধান্তেই ঘটছে বিপদ! একাধিক দেশে বাড়ছে HIV-র সঙ্কট, আক্রান্ত হচ্ছে শিশুরাও

Published on:

Published on:

Trump's decision is causing the HIV crisis to grow in several countries.

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের ট্রাম্পের একটি সিদ্ধান্তে লক্ষ লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পূর্ব আফ্রিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য কমানোর সিদ্ধান্ত লক্ষ লক্ষ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। ফলস্বরূপ, প্রয়োজনীয় ওষুধের অভাবে অনেক মা তাঁদের সন্তানদের HIV-র আক্রমণ থেকে রক্ষা করতে পারেননি। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে কিছু মহিলা গর্ভপাত করতে বাধ্য হচ্ছেন।

ট্রাম্পের সিদ্ধান্তে বাড়ছে HIV সঙ্কট:

ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটসের (PHR) সর্বশেষ রিপোর্টে এটি প্রকাশিত হয়েছে। যেখানে তানজানিয়া এবং উগান্ডার চিকিৎসকদের থেকে শুরু করে, নার্স, রোগী এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথোপকথনের ওপর ভিত্তি করে, আমেরিকান প্রোগ্রাম PEPFAR বন্ধ করার ফলে কীভাবে মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে তা ব্যাখ্যা করা হয়েছে।

আমেরিকান প্রোগ্রাম PEPFAR কী: জানিয়ে রাখি যে, ২০০৩ সালে শুরু হওয়া PEPFAR আমেরিকার বৃহত্তম গ্লোবাল হেলথ প্রোগ্রাম হিসেবে বিবেচিত হয়। এর আওতায় আফ্রিকা সহ একাধিক দেশে লক্ষ লক্ষ জীবন রক্ষা করা হয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসন ২০২৫ সালের জন্য নির্ধারিত ৬ বিলিয়ন ডলারের অর্ধেক বন্ধ করে দিয়েছে। রিপোর্টের লেখকরা জানিয়েছেন যে, আমেরিকার অবিলম্বে ফান্ড জারি করা উচিত, যাতে গত ২০ বছরের কঠোর পরিশ্রম নষ্ট না হয়।

Trump's decision is causing the HIV crisis to grow in several countries.

রিপোর্টে কী বলা হয়েছে: সাক্ষাৎকার নেওয়া ৩৯ জন ব্যক্তি বলেছেন যে ওষুধের অভাবে রোগীরা গুরুতর সংক্রমণে ভুগছে। মায়েরা তাদের শিশুদের ওষুধ দিতে পারছেন না। ফলে নবজাতকরা HIV পজিটিভ হয়ে জন্মগ্রহণ করছে। বহু ক্লিনিক বন্ধ হওয়ায় রোগীরা ওষুধের ডোজ পূরণ করতে পারছেন না। যার ফলে ওষুধ অকার্যকর হয়ে পড়ায় ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। গত এপ্রিল মাসে একটি ক্লিনিক জানিয়েছে যে, সেখানে HIV আক্রান্ত প্রতি চারজন গর্ভবতী মহিলার মধ্যে একজনের জন্মগতভাবে HIV পজিটিভ শিশু ছিল।

আরও পড়ুন: “শান্তির পথ খুঁজব”, ইউক্রেন যুদ্ধ নিয়ে মোদীর সঙ্গে আলোচনার পর কী জানালেন ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রোঁ?

কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন: যখন কিছু ত্রাণ প্রদান করা হয়েছিল, তখন তা কেবলমাত্র গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু উগান্ডা এবং তানজানিয়ায়, ইতিমধ্যেই চাপের মধ্যে থাকা গোষ্ঠীগুলি, যেমন LGBTQ+ ব্যক্তি, যৌনকর্মী এবং মাদকাসক্তরা সম্পূর্ণরূপে সাহায্য থেকে বঞ্চিত ছিলেন। তাঁরা সরকারি হাসপাতালে বৈষম্য এবং বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়েছিল।

আরও পড়ুন: অতিরিক্ত শুল্কের আবহেই ভারত পেল “গুড নিউজ”, উপচে পড়ল সরকারের কোষাগার, কী অবস্থা পাকিস্তানের?

রিপোর্টে দেখা গেছে যে, জনগণের আস্থাও ভেঙে পড়েছে। তাঁরা এখন সরকার, বিদেশি সাহায্য এবং HIV ওষুধের ওপর আস্থা হারাচ্ছে। আশঙ্কা রয়েছে যে চিকিৎসা ব্যয়বহুল হয়ে উঠবে এবং যাঁরা জাল চিকিৎসায় যুক্ত তারা আরও সক্রিয় হয়ে উঠবে। এমনকি, গুজবের ভয়ে একজন মহিলা গর্ভপাতও করিয়েছিলেন।