বাড়িতে তুলসী গাছ বসানোর নিয়ম গুলো জানেন তো, সঠিকভাবে না বসালে হতে পারে মহাবিপদ!

Published on:

Published on:

Tulsi Tree know the right rules for planting a basil plant at home

বাংলা হান্ট ডেস্ক: হিন্দু ধর্ম অনুসারে তুলসী (Tulsi Tree) হল অত্যন্ত পবিত্র গাছ। জানা যায়, বাড়িতে তুলসী গাছ থাকলে ও নিয়মিত তুলসী গাছের পুজো করলে সেই সংসারে কোনও বিপত্তি আসে না। মনে করা হয়, তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। তাই বাড়িতে তুলসী গাছ বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়। পাশাপাশি সংসারে সুখ সমৃদ্ধি বিরাজ করে। তবে সঠিক জায়গায় তুলসী গাছ না বসালে কুপ্রভাব পড়তে পারে আপনার জীবনে। কি কি নিয়ম মানা জরুর জানুন।

বাড়িতে তুলসী গাছ রাখার নিয়ম গুলো জানেন তো, নইলে হতে পারে বিপদ (Tulsi Tree)

বাস্তুমতে (Astrology) বাড়িতে প্রতিটি বস্তু রাখার একটি নির্দিষ্ট দিক ও নিয়ম আছে। এ প্রতিটি দিক বা বস্তুর রয়েছে আলাদা আলাদা গুরুত্ব। যা সঠিকভাবে নিয়ম পালন না করতে পারলে আপনার সংসারে আসতে পারে কুনজর। তাই নিয়ম মেনে চলাটা একান্তই জরুরি।

শাস্ত্রমতে, বাড়িতে তুলসী গাছ (Basil Plant) আছে এবং নিয়মিত তার পুজো করা হয়, সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। তবে, সঠিক নিয়ম মেনে তবেই বাস্তু তে তুলসী গাছ রাখতে হয়। নয় হতে পারে মহা বিপদ। আর নিয়ম মেনে যদি বাড়িতে তুলসী গাছ (Basil Plant) রাখতে পারেন, তবে সহজেই সংসারে ফিরে আসবে সুখ।

Tulsi Tree know the right rules for planting a basil plant at home

আরও পড়ুন: রোদের তাপ ও ভিনিগার ছাড়া তৈরী করুন ভিন্ন স্বাদের এই আচার, যা থাকবে বছরের পর বছর

তুলসী গাছ বসানোর নিয়ম ও দিক নির্দেশ:

১. বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছ (Basil Plant) বসানো উচিত ঈশান কোণে বা পূর্বকোণে। এতে পরিবারের মঙ্গল হয়।

২. তুলসী গাছ সবসময় মাটির টব বা উঁচু ইটের বেদি করে বসানো উচিত। এতে গাছ সহজে বাড়ে।

৩. প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শনিবার ও একাদশীর দিনে তুলসী গাছ স্পর্শ করতে নেই। এই দিনগুলিতে শুধু পুজো করতে পারেন।

৪. সূর্যাস্তের পর তুলসী গাছে (Basil Plant) জল দেওয়া নিষেধ। এতে গাছের ক্ষতি হয়। পাশাপাশি সংসারে অশান্তি বাড়ে।

৫. তুলসী গাছ শুকিয়ে গেলে সেটাকে যেখানে সেখানে ফেলে দিতে নেই। এটিকে কোন নদীতে বিসর্জন দিতে হয়। পাশাপাশি নতুন তুলসী গাছ বসানো উচিত।

[Disclaimer: এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই বাংলা হান্টের।]