দেশের নামই বদলে ফেলল তুর্কি! এই কারণে হচ্ছিল চরম সমস্যা

বাংলাহান্ট ডেস্ক : দেশের নামে পরিবর্তন আনল তুরস্ক (Turkey)। এখন থেকে দেশটি ‘তুর্কিয়ে’ (Türkiye) হিসেবে পরিচিত হবে। তুরস্কের আনুষ্ঠানিক এক আবেদনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নতুন এ নামটি গ্রহণ করেছে। জাতিসংঘের মুখপাত্র স্টেফানে দুজারিক বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলুর কাছ থেকে মহাসচিব আন্তেনিও গুতেরেস বুধবার (১ জুন) একটি চিঠি পান। সেখানে তিনি Turkey নাম পরিবর্তন করে Türkiye করার অনুরোধ জানান।

জানা গিয়েছে, গত বছরের ডিসেম্বরে রিসেপ তাইয়েপ এরদোয়ান এক ভাষণে বলেছিলেন, তুরস্কের সংস্কৃতি, সভ্যতা এবং মূল্যবোধ বেশি প্রতিনিধিত্ব হয় ‘তুর্কিয়ে’ শব্দ দিয়ে। প্রেসিডেন্ট এরদোয়ানের এই ঘোষণার পরপরই দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি বিভিন্ন সময় নাম পরিবর্তনের যৌক্তিকতা ব্যাখ্যা করেছে। সংবাদমাধ্যমটির তরফে জানানো হয়েছিল, তুরস্ককে ‘বিশ্বের সামনে নতুন করে পরিচিত’ করানোর পাশাপাশি নাম পরিবর্তন বেশ কয়েকটি কারণে জরুরি। এর মধ্যে, একটি হলো—পশ্চিমী দেশগুলি ক্রিসমাস, নববর্ষ এবং থ্যাংকসগিভিং উৎসবের সময় ঐতিহ্যগতভাবে টার্কি মুরগির মাংস খাওয়া হয়। সেই জায়গা থেকেও টার্কির নাম পরিবর্তন জরুরি। টিআরটি আরও জানায়, ইংরেজি ভাষার কেমব্রিজ ডিকশনারিতে টার্কি বলতে ‘ব্যর্থ’ ‘নির্বোধ বা বেকুব ব্যক্তি’ কে নির্দেশ করা হয়। ফলত, নাম পরিবর্তনের পক্ষেই উঠে আসতে শুরু করে নানান যুক্তি।

   

সূত্রের খবর, তবে নাম পরিবর্তনের কারণে তুরস্কে উৎপাদিত সব পণ্যেই ‘মেড ইন তুর্কিয়ে’ লেখা থাকবে। দেশটির পর্যটন খাতে স্লোগান হিসেবে ব্যবহার করা হবে, ‘হ্যালো তুর্কিয়ে’।

প্রসঙ্গত উল্লেখ্য, তবে বিশ্বে দেশের এমন নাম পরিবর্তন কোনো নতুন বিষয় নয়। সর্বশেষ, ২০২০ সালে হল্যান্ড নিজেদের নাম বদলে রাখে দ্য নেদারল্যান্ডস। এরও আগে, মেসিডোনিয়া নাম বদলে রাখে নর্থ মেসিডোনিয়া, বতসোয়ানা নাম বদলে রাখে কিংডম অব ইসওয়াতিনি। তারও আগে, ইতিহাসে আজকের ইরান পরিচিত ছিল পারস্য নামে, থাইল্যান্ডের নাম ছিল শ্যাম এবং রোডেশিয়া নাম বদলে হয়েছে জিম্বাবোয়ে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর