বাংলাহান্ট ডেস্ক : এ যেন সিরিয়াল (Serial) শুরুর ধুম লেগেছে। একের পর এক নতুন ধারাবাহিক শুরু হচ্ছে বিভিন্ন চ্যানেলে। তবে এক্ষেত্রে জি বাংলা এগিয়ে রয়েছে নতুন নতুন ধারাবাহিক শুরুর বিষয়ে। তিনটি নতুন ধারাবাহিক শুরু হচ্ছে জি বাংলায়। এক সপ্তাহ আগে পরেই শুরু হচ্ছে সিরিয়ালগুলি (Serial)। এর মাঝেই সামনে এল আরেকটি নতুন সিরিয়ালের সম্প্রচারের সময়।
দুটি সিরিয়াল (Serial) শুরু হচ্ছে একসঙ্গে
একদিক দিয়ে যেমন পুরনো ধারাবাহিক শেষ হচ্ছে, তেমনি নতুন সিরিয়ালও (Serial) শুরু হচ্ছে। সদ্য শেষ হয়েছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক। ফেব্রুয়ারি মাসের শেষ দিনেই শুটিং সম্পূর্ণ করেছে সিরিয়ালটি। আগামী ৯ ই মার্চই শেষ হওয়ার কথা রয়েছে নিম ফুলের মধু সিরিয়ালটির (Serial)। তারপর দিন অর্থাৎ ১০ ই মার্চই শুরু হতে চলেছে একসঙ্গে দু দুটি ধারাবাহিক।
সামনে এল প্রোমো: এর আগেই জানা গিয়েছিল, আগামী ১০ ই মার্চ থেকে শুরু হতে চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’। সন্ধ্যা সাড়ে ছটার স্লটে শুরু হচ্ছে এই ধারাবাহিক। এবার সামনে এল আরো এক বড় খবর। আরো একটি সিরিয়াল (Serial) শুরু হতে চলেছে একই দিনে। তাও আবার পরপর স্লটে। প্রকাশ্যে এসেছে আরো এক নতুন ধারাবাহিকের (Serial) প্রোমো।
আরো পড়ুন : এবার থরথর করে কাঁপবে শক্রদেশ! Tata-র হাত ধরে শক্তি বাড়তে চলেছে ভারতীয় বায়ুসেনার
প্রথম ঝলকেই ধামাকা: সদ্য সামনে এসেছিল জি বাংলার নতুন সিরিয়াল (Serial) ‘তুই আমার হিরো’র প্রথম ঝলক। আর দুদিন যেতে না যেতেই প্রকাশ্যে এল প্রোমো। আগেই জানা গিয়েছিল, এই সিরিয়ালে মোহনার চরিত্রটি একজন সাদাসিধে মেয়ের। অন্যদিকে রুবেলকে দেখা যাবে একজন সুপারস্টারের ভূমিকায়। তবে প্রোমো সামনে আসতে জানা গেল, আসলে সিরিয়ালে (Serial) দুজনের মধ্যে বিয়ে হয়েই গিয়েছে। কিন্তু প্রেম গড়ে ওঠেনি এখনো।
আরো পড়ুন : মধ্যবিত্তের পকেটে ফের পড়বে টান! এক ধাক্কায় বাড়ল LPG সিলিন্ডারের দাম
প্রোমোতে দেখা যায়, শাশুড়ির আপত্তি অগ্রাহ্য করে নায়ক রুবেলের জন্মদিনে তাকে পায়েস খাওয়াতে বেরিয়ে পড়ে আরশি ওরফে মোহনা। সটান শুটিং সেটে পৌঁছে স্বামীর মুখে পায়েস তুলে দিতে যায় সে। কিন্তু বউকে দেখে মোটেই খুশি হয় না রুবেল। অন্যদিকে মোহনাও ছাড়ার পাত্রী নন। বলে রাখি, নিম ফুলের ছেড়ে যাওয়া স্লটে অর্থাৎ সন্ধ্যা ছটায় শুরু হতে চলেছে এই সিরিয়াল। প্রোমোতেই দর্শক মহলে বেশ নাড়া দিয়েছে ধারাবাহিকটি।