আচমকা ব্রেক কষতেই ছিটকে পড়লেন যাত্রীরা! ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি পুরুষোত্তম এক্সপ্রেস

বাংলা হান্ট ডেস্ক: ফের দুর্ঘটনার মুখোমুখি ভারতীয় রেল (Indian Railway)। বড়সড়ো দুর্ঘটনার মুখ থেকে বাঁচল দিল্লিগামী ট্রেন। ঝাড়খণ্ডের (Jharkhand) কোডার্মা জেলায় কোডার্মা রেলস্টেশনের (Rail Station) কাছে আচমকাই ওভারহেডের ইলেকট্রিক তার ছিঁড়ে যায়। সেই সঙ্গেই তীব্র ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস (Purushottam Express)। আর সেই ঝাঁকুনিতেই দুই যাত্রীর মৃত্যু হয়।

পূর্ব মধ্য রেলওয়ে তরফে জানানো হয়েছে, শনিবার ঝাড়খণ্ডের কোডার্মা জেলায় দুর্ঘটনার মুখে পড়ে পুরী-নয়াদিল্লি (New Delhi) পুরুষোত্তম এক্সপ্রেস। দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ পারসাবাদের কাছে গোমোহ ও কোডার্মা (Koderma) স্টেশনের মাঝে আচমকাই ছিঁড়ে যায় ওভারহেড ইলেকট্রিকের তার। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতেই ট্রেনের চালক সঙ্গে সঙ্গে ইমারজেন্সি ব্রেক কষেন।

   

জানা গিয়েছে, সেই সময় দিল্লিগামী ওই ট্রেনটির গতি ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। আর আচমকা ব্রেক কষায় তীব্র ঝাঁকুনি হয় ট্রেনে। আসন থেকে ছিটকে পড়েন দুই যাত্রী। গুরুতর জখম হন তাঁরা। তারপরেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ধানবাদ রেলওয়ে ডিভিশনের ম্যানেজার কে কে সিনহা-সহ একাধিক শীর্ষ কর্তারা।

 

দুর্ঘটনা জেড়ে প্রায় চার ঘণ্টা ধানবাদ (Dhanbad) রেলওয়ে ডিভিশনের কোডার্মা-গোমোহ-সহ বেশ কয়েকটি স্টেশনে ট্রেন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার প্রসঙ্গে ধানবাদ রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্স ম্যানেজার অমরেশ কুমার বলেন, ‘আচমকা বৈদ্যুতিক সরবরাহ বন্ধ হয়ে যায়। ট্রেন থামাতে জরুরি ব্রেক প্রয়োগ করা হয়েছিল এবং ধাক্কা লেগে দু’জনের মৃত্যু হয়েছে।’

উল্লেখ্য, সাম্প্রতিককালে একের পর এক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে ভারতীয় রেল। গত কয়েকমাসে বেশ কয়েকটি বড়সড় দুর্ঘটনাও ঘটেছে। এবার পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস বড়সড় বিপদ এড়াল।

Avatar
Monojit

সম্পর্কিত খবর