বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দল (India National Cricket Team) ঘোষণা করেছে BCCI (Board of Control for Cricket in India)। যেখানে ODI দলের অধিনায়ক হলেন রোহিত শর্মা এবং T20 দলের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। এদিকে, সম্প্রতি নতুন হেড কোচ পেয়েছে টিম ইন্ডিয়া। এই দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। তিনি আসার সাথে সাথে ভারতীয় দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গিয়েছে। এমতাবস্থায়, টিম ইন্ডিয়াতে (India National Cricket Team) জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের দুই খেলোয়াড়। সুযোগ দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ার ও হর্ষিত রানাকে।
টিম ইন্ডিয়াতে (India National Cricket Team) সুযোগ পেলেন আইয়ার ও রানা:
ভারতীয় দলে (India National Cricket Team) দীর্ঘদিন পর ফিরলেন শ্রেয়স আইয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে ODI সিরিজ খেলবেন তিনি। এদিকে, ODI দলে জায়গা পেয়েছেন হর্ষিত রানাও। এই দুই খেলোয়াড়ই IPL-এ KKR-এর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত হন।
এদিকে, চলতি বছরে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে KKR চ্যাম্পিয়নও হয়েছে। ঘটনাচক্রে এবারেই KKR শিবিরে মেন্টর হিসেবে যুক্ত ছিলেন গম্ভীরও। এমতাবস্থায়, গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে নির্বাচিত হওয়ার পরেই আইয়ার এবং রানা সুযোগ পেলেন জাতীয় দলে (India National Cricket Team)।
আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনার শুরু হয়েছে হিড়িক! এবার এই রাজ্যে লাইনচ্যুত মালগাড়ি, ক্ষতিগ্রস্ত রেলপথ
শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হয়ে শেষ ODI ম্যাচ খেলেছিলেন শ্রেয়স আইয়ার। তিনি এখনও পর্যন্ত ভারতের হয়ে ৫৯ টি ODI ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ২,৩৮৩ রান করেছেন। আইয়ার ৫ টি সেঞ্চুরি ও ১৮ টি হাফ সেঞ্চুরিও হাসিল করেছেন। শ্রেয়স টিম ইন্ডিয়ার হয়ে সাধারণত চতুর্থ নম্বরেই ব্যাটিং করেন। ৪ নম্বরে ব্যাট করে ৩৩ টি ODI ম্যাচ খেলেছেন তিনি। সামগ্রিকভাবে ওই ম্যাচগুলিতে তিনি করেন ১,৩৯৭ রান। ওই পজিশনে ব্যাট করে তিনি ৪ টি সেঞ্চুরি ও ৮ টি হাফ সেঞ্চুরি করেছেন। এছাড়াও, শ্রেয়াস ব্যাট করেছেন ৩ ও ৫ নম্বরে।
আরও পড়ুন: হাইকোর্টের এই নির্দেশেই কপাল পুড়ল আদানি গ্রুপের! ফের আসবে সঙ্কট? স্বস্তি পেল সরকার
ডোমেস্টিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন রানা: উল্লেখ্য যে, হর্ষিত রানা একজন ডানহাতি ফাস্ট বোলার। গম্ভীরের সঙ্গে রানার “বিশেষ” সম্পর্ক রয়েছে। KKR-এ খেলার পাশাপাশি ডোমেস্টিক ক্রিকেটে তিনি দিল্লির হয়ে খেলেন। রানা লিস্ট “A”-র ১৪ টি ম্যাচে ২২ টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা পারফরম্যান্স হল ১ ম্যাচে ১৭ রানে ৪ উইকেট হাসিল করা। হর্ষিত রানা প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮ টি উইকেট নিয়েছেন।