পুরো ভারতে জঙ্গিদের ওপর একসাথে চললো সার্জিক্যাল স্ট্রাইক, UP ATS এর হাতে ধরা পড়লো দুই সন্ত্রাসী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের (uttar pradesh) সন্ত্রাসবিরোধী স্কোয়াড (Anti-Terrorist Squad), লখনউ থেকে দুই আল কায়েদা সন্ত্রাসীকে (terrorist) গ্রেফতার করেছে। ইউপি এটিএস এই আতঙ্কবাদীদের পর্দা ফাঁস করতে সক্ষম হয়েছে। বিপুল পরিমাণে বিস্ফোরক এবং প্রেসার কুকার বোমা পাওয়া গিয়েছে এই সন্ত্রাসীদের কাছ থেকে।

এই গ্রেফতারের পর থেকে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে জানা গিয়েছে, এই সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ছিল। দিল্লী, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে দ্রুতগতিতে এগোচ্ছে তদন্তের কাজ।

সন্ত্রাসবাদীদের জিজ্ঞাসাবাদে কানপুরের সঙ্গে যোগ সূত্র পাওয়া গিয়েছে। লখনউ থেকে দুই সন্ত্রাসীকে গ্রেফতারের পর কানপুর চকেরি, জাজমৌ, চামনগঞ্জ ও বেগমগঞ্জে পৌঁছায় ইউপি এটিএসের দুটো দল। সেইমত চামনগঞ্জের পেচবাগ থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হলেও বেশ কয়েকজন পালিয়ে যায়। উত্তর প্রদেশের হরিদয়, সীতাপুর, বড়বঙ্কি, উন্নাও এবং রায়বরেলি ছাড়াও বেশকিছু জেলায় সতর্কতা জারী করা হয়েছে।

এবিষয়ে এডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন, ‘ওমর হালমান্দি নামের এই হ্যান্ডলারকে ভারতে সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। পাকিস্তান- আফগানিস্তানের বর্দার এলাকা থেকে আতঙ্কবাদী কার্যকলাপ পরিচালনা করে ওমর হালমান্দি। ভারতে সন্ত্রাসী নিয়োগ এবং তাঁদের উগ্রপন্থীকরণের কিছু কাজ করাত এই টিম। মিনহাজ, মাসিরউদ্দিন এবং শাকিল এই নেটওয়ার্কের প্রধান কর্মী। এরা লখনউয়ে আল-কায়েদার মডিউল প্রতিষ্ঠা করছিলেন’।

জানা গিয়েছে, দিল্লী থেকে স্পেশাল সেলের একটি দল আগামী দুই দিনের মধ্যে লখনউয়ের উদ্দেশ্যে রওনা হবে। গ্রেফতার হওয়া এই সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ করবে এই টিম।

সম্পর্কিত খবর

X