পুড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার দুই গরুপাচারকাীর অর্ধদগ্ধ মৃতদেহ! অভিযোগের তির বজরং দলের দিকে

বাংলা হান্ট ডেস্ক : মর্মান্তিক দৃশ্য। পুড়ে যাওয়া গাড়ির মধ্যে থেকে উদ্ধার করা হল দু’টি মৃতদেহ। হরিয়ানায় (Haryana) রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে দুই যুবকের মৃতদেহের খোঁজ মেলার পরই মারাত্মক শোরগোল শুরু হয় ওই এলাকায়।

প্রাথমিক তদন্তের পর হরিয়ানা পুলিস জানতে পেরেছে, কয়েকদিন আগে রাজস্থান থেকে অপহরণ করা হয় ওই দুই যুবককে। এরপর তাঁদের দগ্ধ দেহ পাওয়া যায়। তবে এই ঘটনা আদতে খুন নাকি নিছকই কোনও দুর্ঘটনা, তা নিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন। যার উত্তর খুঁজতেই হিমশিম খাচ্ছে পুলিস।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার হরিয়ানার ভিওয়ানিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটি পোড়া গাড়ি। এলাকাবাসীরা তৎক্ষণাৎ পুলিসে খবর দেন। এরপর দুই ব্যক্তির মৃতদেহের হদিশ মেলে। তদন্তে পুলিস জানতে পেরেছে ওই দুই ব্যক্তির নাম নাসির (২৫) ও জুনেইদ (৩৫)। পোড়া বোলেরো গাড়ির রেজিস্ট্রেশন নম্বর থেকে জানা যায়, ওই গাড়িটি রাজস্থানের। আরও জানা যায়, গাড়ির মালিক জুনেইদ ও নাসির বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন। থানায় দায়ের করা হয়েছে লিখিত অভিযোগও।

haryana 2

রাজস্থান (Rajasthan) পুলিসের পক্ষ থেকে জানা যায়, বুধবার সকালে গাড়ি নিয়ে দোকানে গিয়েছিলেন নাসির ও জুনেইদ। তারপর থেকেই আর বাড়ি ফেরেননি তাঁরা। তাঁদের পরিবার পুলিসের কাছে অপহরণের অভিযোগ দায়ের করেন। এরপর হরিয়ানা থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় পুলিসের দাবি, গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যেতে পারে। অথবা ইচ্ছাকৃতভাবে গাড়িতে আগুন ধরিয়ে দুই ব্যক্তিকে খুন করাও হতে পারে।

দুই ব্যক্তির পরিবারের অভিযোগ, তাঁদের অপহরণ করে খুন করেছে বজরং দলের সদস্যরা। দু’জন গোরক্ষকের বিরুদ্ধে ইতিমধ্যে মামলাও দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে দুই রাজ্যের পুলিসই। অভিযুক্তরা সকলেই হরিয়ানার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। মৃত জুনেইদের বিরুদ্ধে বেশ কয়েকটি গরু পাচারের মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিস।


Sudipto

সম্পর্কিত খবর