বাংলাহান্ট ডেস্ক : ফের বিতর্কে সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ (Udit Narayan)। প্রকাশ্য মঞ্চে মহিলা অনুরাগীর সঙ্গে যা কাণ্ড ঘটিয়েছেন তিনি, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও। চরম কটাক্ষের মুখে পড়েছেন গায়ক। প্রৌঢ়ত্বে পৌঁছেও এমন কাণ্ডে তীব্র সমালোচনার শিকার হতে হয়েছে উদিত নারায়ণকে (Udit Narayan)। কী কাণ্ড ঘটালেন গায়ক?
ফের কী কাণ্ড ঘটালেন উদিত (Udit Narayan)
বিতর্কের সূত্রপাত একটি অনুষ্ঠানে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে ‘টিপ টিপ বরসা পানি’ গানটি গাইছিলেন উদিত (Udit Narayan)। সে সময়ে মঞ্চের নীচে এসে জড়ো হন কয়েকজন মহিলা অনুরাগী। নীচ থেকেই উদিতের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন তাঁরা। গায়ক দেখতে পেয়ে এগিয়ে আসেন। নীচু হয়ে সেলফির জন্য পোজ দিতে গিয়েই এক মহিলার গায়ে হাত দিয়ে গালে চুমু খেতে থাকেন তিনি।
প্রকাশ্য মঞ্চে এমন কাণ্ড: এখানেই থামেনি ব্যাপারটা। এরপর আরেক মহিলা নিজেই এগিয়ে এসে চুমু খেতে যান উদিতকে (Udit Narayan)। গায়কও সুযোগ বুঝে মহিলাকে জাপটে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন। চট করে ঝটিতি লিপ কিস সেরেই ফিরে যান নিজের পারফরম্যান্সে। এদিকে গোটা বিষয়টার ভিডিও ভাইরাল হয় নেট মাধ্যমে।
আরো পড়ুন : “তারকাটা পর্ণা”র পর আরেক মারকাটারি সুন্দরী, নতুন মেগায় রুবেলের নায়িকার পরিচয় জানেন?
কী বলছেন নেটিজেনরা: ভিডিওটি দেখেই সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। ক্ষোভের মুখে পড়তে হয়েছে গায়ককে। একজন কটাক্ষ করেছেন, ‘বয়স তো কম হল না। এবার থামুন’। আরেকজন লিখেছেন, এটি AI নির্মিত হলে খুশি হব। আর তা নাহলে যেটুকু সম্মান ছিল তাও নষ্ট করলেন।
আরো পড়ুন : পর্দায় তো সাপে-নেউলে, অফস্ক্রিন দুষ্টুমিতে জুটি রায়ান-পারুল! কী কাণ্ড চলে ‘পরিণীতা’র সেটে?
আরেক পক্ষ আবার রসিকতায় মজেছেন। একজন লিখেছেন, টিপ টিপ বরসা পানিতেও গরম কমছে না উদিত জির, তাই এই কাণ্ড। আরেকজন কটাক্ষ করেছেন, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে গায়কের। তবে এমন ঘটনা যে উদিত নারায়ণের প্রথম নয়, আগেও এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি, তার প্রমাণও দিয়েছেন অনেকে।
tip tip barsa paani udit ji ki garmi nahi bujha paa rhi seedhe ladkiyo ke jeebh choos rhe hain. pic.twitter.com/7SpjKvmWVR
— ex. capt (@thephukdi) January 31, 2025