বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানি উইকেট কিপার ব্যাটসম্যান উমর আকমল এবং কামরান আকমল দুই ভাই এক সময় রীতিমতো জনপ্রিয় ছিলেন ক্রিকেট দুনিয়ায়। দুই ভাইয়ের মারমুখী ব্যাটিংয়ের দৌলতে বহু ম্যাচে বড় জয় পেয়েছে পাকিস্তান। কিন্তু পাকিস্তান ক্রিকেটের অনেক প্রতিভাই নষ্ট হয়ে গিয়েছে স্পট ফিক্সিংয়ের সাথে জড়িয়ে পড়ে। এদের মধ্যে একদিকে যেমন নাম সামনে এসেছে মোহাম্মদ আসিফের, তেমনি আবার নাম জড়িয়েছে উমর আকমলেরও।
অবশ্য সরাসরি স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন কিনা তা জানা যায়নি। তবে জানা যায়, স্পট ফিক্সিংয়ের জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেকথা পিসিবি’র কাছ থেকে গোপন করে গিয়েছিলেন তিনি। যার জেরে এক বছর ক্রিকেট থেকে সম্পূর্ণভাবে ব্যান হয়ে যান পাকিস্তানের এই বিস্ফোরক ব্যাটসম্যান। যদিও পরবর্তী ক্ষেত্রে তাকে ক্লাব ক্রিকেট খেলার জন্য অনুমতি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
কারণ নিজের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছিলেন উমর। তিনি জানিয়েছিলেন, “১৭ মাস আগে, আমি একটি ভুল করেছি, যা আমার ক্রিকেট ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করেছে। আমি এই সময় অনেক কিছু শিখেছি এবং সেই ভুল পাকিস্তান ক্রিকেটের সুনামের অনেক ক্ষতি করেছে। আমি পিসিবি এবং বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের কাছে ক্ষমা চাইছি।”
Bhai good luck and please try not come back. We are perfectly without you. We are happy to see you go.
— SaadKhan (@SaadKhan812) October 1, 2021
কিন্তু নিঃশর্ত ক্ষমা চেয়ে নেওয়ার পরেও এই ঘটনা তার পিছু ছাড়ল না। ফের একবার নেটিজেনদের কাছে ভীষণ খারাপ ভাবে ট্রোলড হলেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার। সম্প্রতি আকমল তার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেন যেখানে দেখা যায় তিনি ফ্লাইটে বসে রয়েছেন। এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আমি ব্যক্তিগত কাজে আমেরিকা যাচ্ছি এবং যদি মিটিংটি ভাল হয় তবে আমাকে কিছু সময় সেখানে থাকতে হবে। আমি চাই আমার সকল শুভাকাঙ্খী এবং ভক্তরা প্রার্থনা করুক, যেমন তারা সবসময় করে আসছে।” এরপরই শুরু হয় ট্রোলিং। অনেকেই লিখতে থাকেন, ‘দয়া করে আর পাকিস্তানে ফিরে আসবেন না’ কেউ কেউ আবার কেউ লেখেন,”আপনি ওখানেই থেকে যান।”