উমেশ, অশ্বিনের দাপটে অল্প রানেই গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ মিরপুরের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলতে নেমেছে লোকেশ রাহুলের ভারতীয় দল। ভারতীয় দলে ছিল একটি উল্লেখযোগ্য পরিবর্তন। গত ম্যাচে ভারতীয় দলের হয়ে ম্যাচের সেরা ক্রিকেটার হওয়া কুলদীপ যাদবকে এই দ্বিতীয় টেস্ট ম্যাচটি থেকে ছেঁটে ফেলেছে টিম ম্যানেজমেন্ট।

তবে কুলদীপকে ছাড়া খুব একটা অসুবিধা হয়নি ভারতীয় দলের। উমেশ যাদব, রবি অশ্বিনের পাশাপাশি আজকের ম্যাচে নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামা জয়দেব উনদকাট বাংলাদেশের ব্যাটিংকে মাত্র ২২৭ রানে থামিয়ে ফেলতে পেরেছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেছেন মমিনুল হক।

প্রথম দুটি সেশনে ভারতের সঙ্গে পাল্লা দিয়েই লড়াই করেছে বাংলাদেশ। টপ অর্ডারের প্রত্যেকেই সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। কিন্তু দিনের শেষ স্টেশনে পুরোপুরি ভাবে ধসে যায় বাংলাদেশের লোয়ার অর্ডার। মাত্র ১৪ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়েছে তারা।

ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার হলেন উমেশ যাদব। নিজের ১৫ ওভারে ৪টি মেডেন সহ ২৫ রান দিয়ে ৪টি উইকেট পেয়েছেন। সেইসঙ্গে ২১ ওভার বল করে ৪টি উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বাকি দুটি উইকেট নিয়েছেন ১২ বছরের ব্যবধানে আজ নিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামা জয়দেব উনাদকাট।

ফলে প্রথম ইনিংস শেষ হওয়ার পর বাংলাদেশ বেশ চাপেই রয়েছে বলা যায়। অনায়াসে আরও ৫০ থেকে ৬০ রান বেশি যোগ করতে পারতো তারা যদি তাদের লোয়ার অর্ডার কিছুটা লড়াই করার চেষ্টা করত। দ্বিতীয় ইনিংসের শেষে শাকিবদের কাঁধে বড় একটি লিডের বোঝা চাপিয়ে দিতে চাইবে লোকেশ রাহুলের ভারত।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর