বাংলা হান্ট ডেস্কঃ চর্চার কেন্দ্রবিন্দু সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)! গোটা দেশে এই সিনেমার কাহিনী নিয়ে শোরগোল। গতকাল বাংলায় এই ছবি একেবারে নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত নিয়েই তোলপাড় বিনোদন জগৎ থেকে রাজ্য রাজনীতি।
গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ প্রথম রাজ্য যেখানে এই ছবি নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। এই নিয়েই আসরে নেমেছে বঙ্গ বিজেপি। রাজ্য জুড়ে উঠেছে সমালোচনার ঝড়। এবার মমতার এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন মোদীর মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, “এই ছবি নিষিদ্ধ করে ভুল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।’
আর কী বললেন অনুরাগ ঠাকুর? এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়ে মন্ত্রী বলেন, “আমি তৃণমূল কংগ্রেস, সিপিএম আর কংগ্রেসকে জিজ্ঞেস করতে চাই ওরা কেন আইএসআইএসের মতো সংগঠনের সঙ্গে রয়েছেন? তারা যদি এই সিনেমা নিষিদ্ধ করেন, তাহলে এটা একেবারে স্পষ্ট হয়ে যাবে যে ওরা আইসিসের সঙ্গে একাত্ম!”
মন্ত্রীর এই মন্তব্যের জবাব দিতে বিন্দুমাত্র দেরী করেনি তৃণমূলও। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র তথা বিধায়ক তাপস রায় বলেন, “তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন সরকারের মুখপাত্র। তিনি যে ভাষায় কথা বলছেন, তাতে মনে হচ্ছে প্রশাসনিক শালীনতাবোধ বলে ওদের কাছে কিছু নেই। যা আছে তার সবটাই রাজনীতি।”
তাপসের সংযোজন, “ যেই মন্ত্রী দিল্লি ভোটের সময়ে জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন, গোলি মারো শালো কো! তার কাছ থেকে এর চেয়ে বেশি কী প্রত্যাশা করা যায়? ” পাশাপাশি দেশে বিভাজনের বিষ ছড়ানোর জন্যই প্রধানমন্ত্রী এদের পুষে রেখেছেন বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, রাজ্যে শান্তি সৌহার্দ্য বজায় রাখতে কেরালা স্টোরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে সোমবার সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী।