বাংলাহান্ট ডেস্ক : ইউপিএসসি পরীক্ষায় তাক লাগানো রেজাল্ট করলেন এক বঙ্গকন্যা। অশোকনগরের বাসিন্দা ব্রততী দত্ত সর্বভারতীয় স্তরে RANK করে সবাইকে চমকি দিয়েছেন। গৌড়হরি দত্ত ও অপর্ণা রাহা দত্তের কন্যা ব্রততী কোনও রকম কোচিং ছাড়াই সফলতা পেলেন ইউপিএসসিতে। সর্বভারতীয় স্তরে ব্রততীর RANK ৩৪৬।
ব্রততী সাংবাদিকদের জানিয়েছেন, খুবই ভালো লাগছে। এই সাফল্য অপ্রত্যাশিত। আমি একটি সরকারি জায়গায় চাকরি। আমি অফিসে কাজ করছিলাম। আমার এক বন্ধু আমাকে এই খবর দিল। ব্রততীর কথায়, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করি।
আরোও পড়ুন : TRP লিস্টে এক্কেবারে ওলট-পালট! ভোট, IPL-র মরশুমে বাজিমাত এই সিরিয়ালের, এক্কেবারে শীর্ষে
এই পরীক্ষার সিলেবাস এতটাই বৃহৎ যে আমাকে অন্যান্য চাকরির পরীক্ষার জন্য এটি সাহায্য করেছে। RANK অনুযায়ী কী সার্ভিস আমাদের দেওয়া হয় সেটা জানা যাবে পরবর্তীকালে। তবে আমার প্রেফারেন্স রয়েছে আইএএস, আইপিএস, IRS ইনকাম ট্যাক্স, IRS GST – তে। তবে আমার প্রথম পছন্দ আইএএস।
আরোও পড়ুন : ভারতের সেরা বসবাসযোগ্য শহরের তালিকায় নেই কলকাতা! দেখুন, এই লিস্টে প্রথম স্থান কার
ব্রততী জানাচ্ছেন, একটা সময় পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ ইউপিএসসিতে ক্র্যাক করতেন। তবে বর্তমানে সেই সংখ্যা অনেকটাই কমে এসেছে। হয়ত তারা সঠিক গাইডেন্স পাচ্ছেন না। আমি তাদের জন্য একটা উদাহরণ তৈরি করলাম। পরিশ্রম করলে অবশ্যই সাফল্য আসবে। প্রয়োজন হয় একটু সঠিক গাইডেন্সের।
হাবড়ার বানিপুর নবোদয় আবাসিক স্কুল থেকে ব্রততীর পড়াশোনা। ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছাত্রী সে। এরপর তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক করেন। তারপর তিনি উড়িষ্যায় সিড সাইন্স এন্ড টেকনোলজি নিয়ে স্নাতকোত্তর করেন। সেখানে তিনি স্বর্ণপদকও লাভ করেন। মেয়ের সাফল্যে স্বাভাবিকভাবেই এখন খুশি বাবা ও মা এবং পরিবারের লোকজন।