অবিশ্বাস্য! স্বাধীন ভারতে এখনও চলছে ব্রিটিশ সংস্থার রেল! নাম শুনলে আকাশ থেকে পড়বেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মূলত বাণিজ্যিক কারণে ব্রিটিশ আমলে সূচনা হয় ভারতীয় রেলের (Indian Railways)। তবে সময়ের সাথে ভারতীয় রেল (Indian Railways) হয়ে উঠেছে দেশের পরিবহন ক্ষেত্রের মেরুদন্ড। ব্রিটিশ শাসনের অবসানের পর কেন্দ্রীয় সরকার নিজেদের হাতে নেয় ভারতীয় রেলের পরিচালন ব্যবস্থা।

ভারতীয় রেলের (Indian Railways) অজানা তথ্য

বর্তমানে গোটা পৃথিবীর মধ্যে অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে ভারতীয় রেল। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, ভারতীয় রেলের (Indian Railways) হাত ধরে পরিবহন ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। তবে অনেকেই হয়ত জানেন না ভারতে এখনও এমন একটি রেল লাইন রয়েছে যা পরিচালিত হয় ব্রিটিশ সংস্থার মাধ্যমে।

আরও পড়ুন : TRP আনতে “মোক্ষম” মোচড়, নতুন স্লটে খোদ নায়িকাই সরছেন সিরিয়াল থেকে!

এই বিশেষ রেল ট্র্যাকটির জন্য এখনও ব্রিটিশ কোম্পানিকে অর্থ বরাদ্দ করে ভারত সরকার। কোনও এক অজ্ঞাত কারণে আজও স্বাধীন ভারতের (India) বুকে রেল পরিষেবা প্রদান করে যাচ্ছে বেসরকারি এই ব্রিটিশ সংস্থা। ১৯০৩ সালে ব্রিটিশ সংস্থা কিলিক-নিক্সন অ্যান্ড কোম্পানি নির্মাণ করে শকুন্তলা রেলওয়ে বা শকুন্তলা রেলপথ।

আরও পড়ুন : আজকের রাশিফল ৬ মার্চ, প্রেমের জীবনে বড় চমক এই চার রাশির

পরবর্তীকালে ১৯১০ সালে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে কোম্পানি (জিআইপিআরসি) ও ১৯১৩ সালে জিআইপিআরসি-এর শাখা সেন্ট্রাল প্রভিন্স রেলওয়ে কোম্পানি (সিপিআরসি)-র হাতে হস্তান্তরিত হয় শকুন্তলা রেলওয়ে। স্বাধীনতা পরবর্তী সময়ে ব্রিটিশ আমলের সমস্ত রেলওয়ে কোম্পানি ভারত সরকারের অধীনে আসলেও, ব্যতিক্রমী হয়ে থেকে যায় শকুন্তলা রেলওয়ে।

আজও শকুন্তলা রেলওয়ের অমরাবতী জেলার ইয়াভাতমাল এবং অচলপুরের ১৯০ কিলোমিটার রেলপথ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে সিপিআরসি। ভারত থেকে ইংল্যান্ডে তুলো রফতানি করার উদ্দেশ্যে স্থাপন করা হয় এই রেলপথ। মহারাষ্ট্রের ইয়াভাতমাল থেকে তুলো বোঝাই করে ট্রেন পৌঁছাত বোম্বাই শহরে। সেখান থেকে সেই তুলো জাহাজে করে পাড়ি জমাত ইংল্যান্ডে।

Unknown facts about Indian Railways

অমরাবতী ডিভিশনের শকুন্তলা রেলওয়েতে বর্তমানে কর্মী সংখ্যা মাত্র ৭ জন। সিগন্যাল সামলানো থেকে টিকিট কাটার কাজ, সবটাই করতে হয় এই ৭ জন কর্মচারীকেই। জানা যায়, শকুন্তলা রেলওয়েতে বর্তমানে চলাচল করে দিনে একটি মাত্র পর্যটক ট্রেন। আজও ঐতিহ্যকে সঙ্গী করে ১৯০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দেয় স্বাধীন ভারতের একমাত্র ব্রিটিশ সংস্থা দ্বারা পরিচালিত রেলপথ শকুন্তলা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X