বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। উচ্চ প্রাথমিকের (Upper Primary) শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের দিনক্ষণ প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, দুর্গাপুজো এবং লক্ষ্মীপুজো কাটলেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পর আগামী ৬ নভেম্বর থেকে কাউন্সেলিং শুরু হবে বলে জানানো হয়েছে।
এসএসসি জানিয়েছে কালীপুজোর আগে পাঁচদিন কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে। আবার ভাইফোঁটা, ছটপুজোর পর ফের ২২ নভেম্বর থেকে কাউন্সেলিং শুরু করা হবে, চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। প্রসঙ্গত মঙ্গলবারই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে কাউন্সিলিংয়ের নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ (High Court Division Bench)।
জানিয়ে রাখি, নভেম্বর মাসে, ৬, ৭, ৮, ৯, ১০, ২২, ২৩, ২৪, ২৫, ২৮, ২৯, ৩০ নভেম্বর ও ১ এবং ২ ডিসেম্বর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রিপোর্টিং টাইম সকাল ন’টা। তবে হাইকোর্ট কাউন্সিলিংয়ের নির্দেশ দিলেও এখনও চাকরির সুপারিশপত্র দেওয়ার নির্দেশ দেয়নি।
আরও পড়ুন: দুর্গাপুজোয় বাড়িতে অবশ্যই নিয়ে আসুন এই ৫ টি শুভ জিনিস! ফুলেফেপে উঠবে ধন-সম্পত্তি, সুখ-সমৃদ্ধি
আপার প্রাইমারি মামলার পরবর্তী শুনানি পুজোর পর। আগামী ২৮ অক্টোবর। সেদিনই মামলার পরবর্তী নির্দেশ দেবে আদালত। সুপারিশপত্র দেওয়ার নির্দেশও সেদিনই দেওয়া হতে পারে, এমনটাই সম্ভাবনা। পাশাপাশি ২৮ অক্টোবর নিয়োগ সংক্রান্ত আপডেট এসএসসিকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কাউন্সিলিং কোথায় হবে রইল ঠিকানা: উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং হবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসে। ঠিকানা – পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিস, দ্বিতীয় ক্যাম্পাস, ব্লক ডিকে-৭/২, সেক্টর ২, সল্টলেক, কলকাতা ৭০০০৯১.