সম্পর্ক নাকি টাকা! বাস্তব জীবনে কি চান ‘মহারাজ’ প্রতীক সেন?

বাংলা হ্যাট ডেস্ক : বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে প্রতীক সেন (Pratik Sen) নামটাই যথেষ্ট! ছোটপর্দায় তিনিই  সুপারস্টার। বাংলা ছাড়িয়ে প্রতীকের ফ্যান ফলোয়িং রয়েছে ওপার বাংলাতেও। বাংলা সিরিয়ালের নায়ক হলেও তাঁর  জনপ্রিয়তা টেক্কা দিতে পারে যে কোন টলিউড তারকাদেরও।  এই মুহূর্তে প্রতীক (Pratik Sen) অভিনয়  করছেন স্টার জলসার ‘উড়ান’ (Uran) ধারাবাহিকে।

টাকা নাকি সম্পর্ক বাস্তবে প্রতীক সেনের (Pratik Sen) কাছে কোনটা জরুরি?

এই সিরিয়ালে তিনি মহারাজ নামেই পরিচিত। আর পর্দায় এই মুহূর্তে মহারাজের জীবনে চলছে বিশাল টালমাটাল অবস্থা। একদিকে দাদা সোমনাথের বিয়েকে কেন্দ্র করে তৈরী হচ্ছে একের পর এক ঘটনার ঘনঘটা। যদিও সেই বিয়ে ঘিরেই ‘উড়ান’ পরিবারে  এখন  চলছে বিরাট  হৈ হৈ রৈ রৈ কাণ্ড। তবে  দর্শকরা জানেন আসলে এই বিয়ের উদ্দেশ্য শুধুই সম্পত্তি ।

   

অন্যদিকে মা আর পূজারিণীর সাথে দিনে দিনে দূরত্ব বাড়ছে মহারাজের। কিন্তু বাস্তব জীবনে পর্দার মহারাজ অর্থাৎ অভিনেতা প্রতীক সেন নিজে কি মনে করেন টাকা নাকি সম্পত্তি কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? সম্প্রতি এপ্রসঙ্গে সংবাদমাধ্যমে বেশ গুছিয়েই জবাব দিয়েছেন অভিনেতা।

পুরনো যুগের উদাহরণ টেনে তিনি বলেছেন, ‘বহুযুগ আগে থেকেই বিনিময়ের মাধ্যম টাকা। তা কখনও কড়ি, কখনও পশু আর এখন কাগজের বা ধাতুর এই টুকরো। তবে আমার মনে হয় টাকা এবং সম্পর্ক পাশাপাশি চলে।’ নিজের বক্ত্যব্য আরও স্পষ্ট করতে প্রতীক বলেছেন, ‘দু’জন মানুষের মধ্যে ভীষণ ভালবাসা আছে, অথচ দুবেলা খাওয়ার মত সামর্থ্য নেই, সে ক্ষেত্রে সেই সম্পর্কে চিড় ধরবেই। দুক্ষেত্রেই ব্যালেন্স দরকার। আবার যদি অনেক বেশি টাকা চাই, সে ক্ষেত্রে শান্তি চলে যায়’

আরও পড়ুন : অল্প বয়সেই বয়স্ক চরিত্র! ‘মিঠিঝোড়া’ খ্যাত ‘রাই’-এর আসল বয়স জানেন?

তাই অভিনেতা নিজের ব্যাক্তিগত মতামত জানিয়ে বলেছেন, ‘যত পাব আরও তত চাইবো। আকাঙ্ক্ষা বেশি হলে তখন সেটা সম্পর্কের ওপর প্রভাব ফেলে।’ শুধু তাই নয় সেইসাথে প্রতীক এদিন আরও বলেছেন, টাকা কখনও সম্পর্কের উর্ধ্বে নয়। অভিনেতার কথায়,’সম্পর্কের উর্ধ্বে গিয়ে টাকা কখনওই গুরুত্বপূর্ণ হতে পারে না একথা চরম সত্যি তবে টাকাকেও অস্বীকার করাও যাবে না।’

 

Pratik Sen

কারণ প্রতীকের দাবি, ‘ জীবনকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য টাকার প্রয়োজন। তবে নিজের সম্পর্কে উড়ানের মহারাজ এদিন বলেছেন, বাস্তবে তিনি নিজে কখনও টাকার পেছনে ছোটেন না। শুধু নিজের প্রয়োজনটুকু পেলেই খুশি হন অভিনেতা। তবে এখন দেখার মহারাজের সাথে তাঁর পর্দার মা আর পূজারিণীর সম্পর্ক আবার কবে ঠিক হয়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর