মাত্রা ছাড়ালেন উরফি, নগ্ন শরীরে ফুল আটকে ফটোশুট বিগ বস প্রতিযোগীর! রইল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অশ্লীলতার সীমা ছাড়িয়ে গিয়েছেন উরফি জাভেদ (Urfi Javed)। প্রাক্তন বিগ বস প্রতিযোগীর সাম্প্রতিক তম ভিডিও দেখে এভাবেই বিরক্তি প্রকাশ করেছেন নেটিজেনরা। সম্পূর্ণ অনাবৃত উর্দ্ধাঙ্গে কয়েকটি ফুল আটকে ক‍্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছেন তিনি। দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন উরফি, ক্ষোভ নেটনাগরিকদের।

বিতর্কিত পোশাক আর ফ‍্যাশন পছন্দের জন‍্য নেটদুনিয়ার সেনসেশনে পরিণত হয়েছেন উরফি। খোলামেলা পোশাকে তিনি বরাব‍রই স্বচ্ছন্দ ছিলেন। কিন্তু সেটা বাড়াবাড়ি হয় বিগ বস OTT র ঘরে জনপ্রিয়তা পাওয়ার পর। উরফির অদ্ভূত ধরনের পোশাকগুলি আলাদা করে নজর কেড়েছিল দর্শকদের।


তাই শো থেকে সবার আগে বিতাড়িত হলেও লাইমলাইটে থাকতে বিশেষ ভাবনা চিন্তা করতে হয়নি উরফিকে। তাযপর থেকেই পোশাক নিয়ে বাড়াবাড়িটা শুরু হয় তাঁর। প্রথমে ছেঁড়া পোশাকের ফাঁকে অন্তর্বাস দেখিয়েই ক্ষান্ত হতেন তিনি। কিন্তু অর্ধনগ্ন হয়েই রাস্তায় বেরিয়ে পড়ছেন উরফি।

সম্প্রতি একটি ফটোশুটের ভিডিও শেয়ার করেছেন তিনি। নামমাত্র পোশাকে ক‍্যামেরাবন্দি হয়েছেন উরফি। নিম্নাঙ্গে বেইজ রঙের হটপ‍্যান্ট থাকলেও উর্দ্ধাঙ্গে সুতোর লেশমাত্র নেই। শুধু বিভিন্ন স্থানে রঙ বেরঙের ফুল আটকেছেন উরফি।

https://www.instagram.com/reel/CcuKS0zIPkg/?igshid=YmMyMTA2M2Y=

মিশ্র প্রতিক্রিয়া এসেছে কমেন্ট বক্সে। কারোর পরামর্শ, ওটুকু ঢাকারও প্রয়োজন ছিল না। একজন আবার দাবি করেছেন, ইসলাম বিপদে রয়েছে। উরফি ইসলামের নামে কলঙ্ক। লজ্জা হওয়া উচিত! তবে ঘৃণার পাশাপাশি প্রশংসাও পেয়েছেন উরফি। অনেকে তাঁর সাহসিকতা আর সৌন্দর্যের প্রশংসা করেছেন।


অতি সম্প্রতি ‘হেটার্স’দের উদ্দেশে বার্তা দিয়েছেন উরফি। যারা তাঁকে সহ‍্য করতে পারে না তারা যেন অন‍্য রাস্তা দেখে নেয়, স্পষ্ট বক্তব‍্য উরফির। অন‍্য কারোর পছন্দ অনুযায়ী নিজেকে তিনি বদলাবেন না, সাফ জানিয়েছেন উরফি জাভেদ।

সম্পর্কিত খবর

X