শরীর দেখিয়েই কোটিপতি! উরফির সম্পতির পরিমাণ দেখলে লজ্জায় মুখ ঢাকবেন আলিয়া-ক্যাটরিনারা

বাংলা হান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়াতে (Social Media)যে সকল মানুষদের নিয়ে চর্চা বেশি চলতে থাকে তাদের মধ্যে অন্যতম উরফি জাভেদ (Urfi Javed)। বিগ বস খ্যাত উরফি জাভেদের ভাইরাল হওয়ার কারন তার নাচ না গান নয়, অদ্ভূত ধরনের পোশাক। বাকিদের থেকে একদম অন্যরকম পোশাক পরে বাজার মাতিয়ে রেখেছেন উরফি। 

অবশ্য সেজন্য তিনি কম ট্রোল হন না। কিন্তু তাতে বয়েই গেল উরফির। তার কাজ লাইম লাইটে আসা, আর তাতেই নিজের সম্পত্তি বাড়িয়ে চলেছেন নায়িকা। আসলে অনেকই হয়তো জানেন না, কিন্তু উরফির সম্পত্তির খতিয়ান দেখলে পাত্তা পাবেন না বড় বড় সুপারস্টাররাও।

এর আগে কিছু সিরিয়ালে অভিনয় করেছেন তিনি, কিন্তু এখন তার লক্ষ্য ফ্যাশন। আপনাদের জানিয়ে রাখি যে উরফি মূলত ইনস্টাগ্রাম থেকে আয় করেন। সেখানে তার ৪০ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। এবং নিয়মিত ছবি, ভিডিও শেয়ার করে নায়িকার উপার্জনের অংকটাও কম নয়। সেখান থেকে বিপুল রোজগার করেন নায়িকা।

আরও পড়ুন : ‘শ্রীলেখা নাকি মন্দাকিনী!’ দুধ সাদা পোশাকে ঝরনায় স্নান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

এছাড়া রয়েছে বিজ্ঞাপন। বহু বিজ্ঞাপনে মুখ দেখিয়ে সেখান থেকেও প্রচুর অর্থ আয় করেন। মাঝেমধ্যে বিভিন্ন ধারাবাহিকেও আসেন উরফি, আর জানা যাচ্ছে প্রতিটি এপিসোডের জন্য নাকি ২৫ থেকে ৩০ হাজার টাকা চার্জ করেন অভিনেত্রী। আর এই সমস্ত মিলিয়ে মাসে ১.৫ থেকে ২.৫ কোটি টাকা উপার্জন করেন উরফি জাভেদ।

আরও পড়ুন : তিনি পাশে থাকা মানেই সফল, ধর্মেন্দ্র-শাহরুখের এই ড্রাইভারের কথা জানলে অবাক হবেন আপনিও

urfi javed 2

মুম্বাইয়ের অভিজাত এলাকাতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে উরফির। এছাড়া তার গাড়ির দামও ২৫ লক্ষ টাকার বেশি। নানান মিডিয়া সূত্রে খবর, উরফির মোট সম্পত্তি রয়েছে ১৭০ কোটি টাকার। যা বলিউডের অনেক নামী তারকাদের মোট সম্পত্তির থেকে অনেকগুণ বেশি। তাই হতে পারে তিনি প্রতিক্ষণে ট্রোল হন, কিন্তু তারফলে নিজের সম্পদের পরিমাণ বাড়িয়ে নিন উরফি জাভেদ।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর