ODI বিশ্বকাপে ঘটলো অভূতপূর্ব ঘটনা! ক্রিকেটের ইতিহাসে আগে কখনও হয়নি এমন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জমে উঠেছে চলতি বছরের ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) লড়াই। ভারতীয় দল সবচেয়ে ভালো ছন্দে রয়েছে। পাকিস্তান (Pakistan Cricket Team) ভালো শুরু করেও আপাতত একটু বিপদে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড শোচনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার শুরুটা খারাপ হলেও তারা দুর্দান্তভাবে সেমিফাইনালে দৌড়ে ফিরে এসেছে।

আর শুধু তাই নয়। ভারতের মাটিতে আয়োজিত এই বিশ্বকাপে অঘটনও দেখা গিয়েছে। খাতায় কলমে তুলনামূলক দুর্বল দল নেদারল্যান্ডস হারিয়েছে দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে। আফগানিস্তান অসাধারণভাবে জয় পেয়েছে ইংল্যান্ড ও পাকিস্তানের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে।

এই সবকিছুর মাঝেই আজ দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের একে অপরের মুখোমুখি হয়েছিল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং সাউদ শাকিল অর্ধশতরান করে দলকে লড়াই করার মতন জায়গায় পৌঁছে দিয়েছিলেন। যদিও সেটা হয়তো যথেষ্ট ছিল না।

এর মাঝেই দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং শুরু হতে একটা আশ্চর্য ঘটনা ঘটে। পাকিস্তানের সহ অধিনায়ক এবং তারকা অলরাউন্ডার শাদাব খান একটি থ্রো করতে গিয়ে উল্টে পড়েন এবং তার মাথায় ও মুখে আঘাত লাগে। এরপর তাকে আর মাঠে রাখা যায়নি।

i p t

আরও পড়ুন: এই একটা কাজ করলে বিশ্বকাপ উঠবে রোহিতের ভারতীয় দলের হাতেই! পরামর্শ ধোনির

তাই ওডিআই বিশ্বকাপের ইতিহাসে প্রথম ক্রিকেটের হিসেবে কনকাশন সাবস্টিটিউট হয়ে শাদাব খানের (Shadab Khan) জায়গায় মাঠে নামেন উসামা মীর (Usama Mir)। বল হাতে ২টি গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছেন তিনি। ম্যাচের ফলাফল যাই হোক না কেন এই দিনটা ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসের একটি স্মরণীয় দিন হয়ে থাকলো।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর