বাংলাহান্ট ডেস্ক: মহালয়া আসতে আর এক মাসও বাকি নেই। আর মহালয়া মানেই দেবীর আগমনের ঘন্টা বেজে যাওয়া। আপাতত শহরের আকাশে কালো মেঘের আনাগোনা আর নিম্নচাপের ভ্রূকুটির মাঝেই মা দুগ্গার আসার দিন গুনছে বাঙালি। সঙ্গে চলছে মহালয়ার জন্য প্রস্তুতিও। রেডিওটা শেষ মুহূর্তে একবার দেখে নেওয়ার সঙ্গে সঙ্গে টিভিতে কোন চ্যানেলের মহালয়ায় কে দূর্গা সাজছেন সেটাও ইতিমধ্যেই জানা হয়ে গিয়েছে।
তিনটি জনপ্রিয় চ্যানেলের মহালয়াতে দূর্গা রূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কোয়েল মল্লিক এবং দিতিপ্রিয়া রায়কে। তবে নজর কেড়েছে অভিনেত্রী ঊষসী রায়ের (ushasi ray) ছবিও। তিনিও সদ্যই শুট শেষ করেছেন মহালয়ার। তবে কোন চরিত্রে তাঁকে দেখা যাবে সেটা খোলসা না করলেও দুটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
পরনে গোলাপি ও হলুদ রঙা শাড়ি, সর্বাঙ্গে গয়না। কপালে রয়েছে ত্রিনয়নও। এমনি দেবীর সাজে এদিন ধরা দিলেন অভিনেত্রী। আগামী ৬ অক্টোবর মহালয়ার দিনে সকাল পাঁচটায় কালার্স বাংলায় চোখ রাখলেই তাঁর দেখা মিলবে বলেও জানিয়েছেন ঊষসী। উল্লেখ্য, এর আগেও মহালয়ার শুট করেছেন তিনি। গত বছরই জি বাংলার মহালয়া ‘সপ্তসতী’তে দেবী শতাক্ষী সেজেছিলেন তিনি। সাজ নিয়ে তুমুল ট্রোলের শিকার হতে হয়েছিল তাঁকে।
প্রসঙ্গত, বেশ অনেকদিন ধরেই কোনো সিরিয়ালে দেখা মিলছে না ঊষসীর। জি বাংলার রান্নাঘরে মাঝে মাঝে সঞ্চালিকা হিসেবে তাঁকে দেখা গেলেও নায়িকা ঊষসীকে মিস করছেন সকলেই। শেষবার কাদম্বিনী সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু কিছুদিন চলতে না চলতেই মাঝপথেই হঠাৎ করে শেষ করে দেওয়া হয় সিরিয়ালটি।
https://www.instagram.com/p/CT2GV6PPyoQ/?utm_medium=copy_link
এখনি মেগা সিরিয়ালে ফিরবেন কিনা সেই বিষয়ে কিছু জানাননি ঊষসী স্পষ্ট করে। বকুল কথা, মিলন তিথি বা কাদম্বিনীর মতো চরিত্রের প্রস্তাব এখনো পাননি বলে জানান তিনি। তবে চূড়ান্ত এখনো কিছুই হয়নি বলে জানান ঊষসী।সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, টেলিভিশন তাঁর কমফোর্ট জোন। তবে দু বছর ধরে একই চরিত্র করার মধ্যে কোনো চ্যালেঞ্জ খুঁজে পান না তিনি। আপাতত ওয়েব দুনিয়ায় মন মজেছে ঊষসীর। ইতিমধ্যেই কিছু কাজ করে ফেলেছেন তিনি ওয়েব সিরিজে।