বাংলাহান্ট ডেস্ক : ট্রেন (Indian Railways) আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিছু কিছু মানুষের জীবনে তো ট্রেন প্রত্যেক দিনের যাতায়াতের একমাত্র মাধ্যম। সারাদেশ জুড়ে বিস্তৃত আমাদের এই রেল পথ। মধ্যবিত্ত পরিবার তো দূরপাল্লার কোনো যাত্রার কথা ভাবলে সবার আগে তাদের মাথায় আসে, ট্রেন যাত্রার কথা। ট্রেনের পাশাপাশি মেট্রো (Metro Railway) আমাদের জীবনের আর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শহর এলাকায় বেশিরভাগ মানুষই ট্রেনের চেয়ে মেট্রো করে যাতায়াত করেন বেশী।
প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা, দিল্লী, মুম্বাই, বেঙ্গালুরু দেশের সমস্ত বড় বড় শহরগুলিতেই আছে, মেট্রোর সুবিধা। এবার রেলমন্ত্রী (Ashwini Vaishnaw) জানালেন যে, যেহেতু গ্রাম এবং বিভিন্ন অঞ্চলে ট্রেনের স্টেশন এবং ট্রেন চলাচলকারী রাস্তার পাশে যেহেতু বহু মানুষ বসবাস করেন, তাই সরকার থেকে তাদের জন্য এবং বাকি যাত্রীদের জন্যও আনতে চলেছে আরও একাধিক ট্রেন। এই ট্রেনের সুবিধা আনতে চলেছে, বন্দে ভারত ট্রেনের আদলে বন্দে মেট্রো।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেন যে, খুব শীঘ্রই দেশ জুড়ে ছুটতে চলেছে এই হাইড্রোজেন চালিত ট্রেন তথা মেট্রো। দেশ এবং রাজ্যের বড় শহরগুলিকে যুক্ত করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ। রেলমন্ত্রী আরও জানান যে, যেহেতু ট্রেনে করে এক বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন, তাদের সুবিধার জন্য এই মেট্রো ব্যবস্থা। প্রধানমন্ত্রীর ভাবনায় এই ট্রেন খুব শীঘ্রই চালু হতে চলেছে দেশের বিভিন্ন রাজ্য এবং শহরে। আপাতত রেলের নকশার কাজ চলছে।
‘Vande Metro’… soon #AmritKaalBudget pic.twitter.com/uY8kDcyxdR
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) February 1, 2023
২০২৩ সালেই শেষ হবে এই নকশার কাজ এবং তারপরেই জোর কদমে শুরু হবে ট্রেনের তথা মেট্রোর যাত্রাপথ নির্মাণের কাজ। রেলমন্ত্রী আরও বলেন যে, এই মেট্রো যথেষ্ট দ্রুতগামী হতে চলেছে। তবে রেলের আধিকারিকরা এই ট্রেনের বিষয়ে এখনো কিছুই জানাননি। সংবাদ সূত্রে খবর যে, যত সম্ভব এই ট্রেনে ব্যবহার করা হবে, বিশ্বমানের প্রযুক্তি, আর তাই ট্রেন যথেষ্ট দ্রুত গতি সম্পন্ন হবে বলে ধারণা। পাশাপাশি এতে ৮টি কামরা থাকার কথা চলছে। সর্বোপরি যাত্রীদের আরামের কথাও মাথায় রাখা হয়েছে।